Listen to the latest songs, only on JioSaavn.com
 

‘‘Sourav Ganguly যা শুরু করেছিল তা এগিয়ে নিয়ে গিয়েছেন এমএস ধোনি’’

Updated: 08 February 2020 22:35 IST

Moin Khan ভারতীয় ক্রিকেট দলের পরিবর্তনের জন্য কৃতিত্ব দিচ্ছেন এমএস ধোনিকে।

MS Dhoni Saw Through What Sourav Ganguly Started: Moin Khan
Moin Khan বলেন MS Dhoni ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে দিয়েছেন © এএফপি

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক Moin Khan মনে করেন MS Dhoni ভারতীয় ক্রিকেটের চেহারাটাই বদলে দিয়েছে। এবং তাঁর মত, যে ধারার Sourav ganguly শুরু করেছিল তা দারুণভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘‘আমি মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দেব যিনি ভারতীয় ক্রিকেটের চেহারাটাই বদলে দিয়েছেন। তিনি সত্যিই সবটাকে বদলে দিয়েছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যা শুরু করে গিয়েছে সেটা এগিয়ে নিয়ে গিয়েছে ধোনি।'' আর সে কারণেই ভারত অনেক প্রতিভা তুলে এনেছে এবং তাদের শক্তিশালী বেঞ্চ তৈরি হয়েছে।'' জি স্পোর্টসের শোয়ে তিনি এই কথা বলেন।

২০০৪-এ বাংলাদেশের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ধোনির অভিষেক হয়েছিল। তার পর থেকে ভারতকে অনেক সাফল্য দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও লিমিটেড ওভারের ক্রিকেটে তিনি এখনও রয়েছেন। ৩৫০টি একদিনের ম্যাচ, ৯০টি টেস্ট এবং ৯৮টি টি২০ খেলেছেন। এবং স্টাম্পের পিছনে দাঁড়িয়ে ৮২৯টি আউট করেছেন তিনি।

স্মৃতি মন্ধনা ও শাফালি ভর্মার দাপটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের মেয়েরা

অধিনায়ক হিসেবে এমএস ধোনি সর্বোচ্চ সাফল্য পেয়েছেন। আইসিসির সব টুর্নামেন্ট জিতেছে ভারত তাঁর অধিনায়কত্বে। তিনিই একমাত্র অধিনায়ক যিন‌ি আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। আইসিসি টেস্ট ও ওডিআই র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে তুলেছেন।

যদিও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর ভারতের হয়ে খেলতে নামেননি ধোনি।

U-19 World Cup Final: ভারতীয় দলকে শুভেচ্ছা অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার

২০০৪-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মইন খান। এবং তিনি বিশ্বাস করেন বর্তমান প্রজন্মে ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি এমন একজন যিনি অনেক রেকর্ড ভেঙে ফেলবেন।

তিনি বলেন, ‘‘আমি দেখতে পাচ্ছি কোহলি এই প্রজন্মের এক ব্যাটসম্যান যে অনেক রেকর্ড করবে এবং ভাঙবে এবং লিজেন্ড হয়ে উঠবে।''

Comments
হাইলাইট
  • ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে দিয়েছেন এমএস ধোনি, মনে করেন মইন খান
  • তিনি বলেন, সৌরভ যে রাস্তা দেখিয়েছিলে সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন ধোনি
  • মইন খান বলেন, বিরাট কোহলি অনেক রেকর্ড করবেন
সম্পর্কিত খবর
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
টি২০ বিশ্বকাপে ধোনিকে ছাড়া ভাবা সম্ভব নয় বলেই মনে করেন ওয়াসিম জাফর
টি২০ বিশ্বকাপে ধোনিকে ছাড়া ভাবা সম্ভব নয় বলেই মনে করেন ওয়াসিম জাফর
চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে মাতলেন এমএস ধোনি, দেখুন ভিডিও
চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে মাতলেন এমএস ধোনি, দেখুন ভিডিও
আইপিএল স্থগিত হওয়ার পর সিএসকে-কে সাময়িক বিদায় জানালেন এমএস ধোনি
আইপিএল স্থগিত হওয়ার পর সিএসকে-কে সাময়িক বিদায় জানালেন এমএস ধোনি
Advertisement