Listen to the latest songs, only on JioSaavn.com
 

'৮৩ র বিশ্বকাপ' নিয়ে সিনেমা হোক চাননি Kapil Dev? সত্যিটা কী!

Updated: 26 January 2020 23:27 IST

চেন্নাইয়ের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্তের  সঙ্গে একটি কথোপকথন চলাকালীন এই বক্তব্য রাখেন Kapil Dev।

What Kapil Dev First Said To Makers Of "83" When They Asked For His Permission for 83
৮৩ ' তে বলিউড অভিনেতা রণবীর সিং, দেবের চরিত্রটি অভিনয় করছেন © Instagram

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব (Kapil Dev) শনিবার জানিয়েছেন যে যখন তাঁর কাছে '৮৩ ' যারা তৈরি করছেন, তাঁরা এসেছিলেন প্রথম, ১৯৮৩ র  বিশ্বকাপজয়ী দলের ওপর একটি ছবি বানানোর জন্য তাঁর অনুমতি নিতে, তখন প্রথম তাঁর মাথায় এসেছিল যে তিনি, না বলে দেবেন। চেন্নাইয়ের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্তের সঙ্গে একটি কথোপকথন চলাকালীন এই বক্তব্য রাখেন কপিল দেব। এই কথোপকথনে '৮৩' গোটা কাস্ট উপস্থিত ছিল। পরিচালক কবির খানও (Kabir Khan) ছিলেন। '৮৩ '  তে বলিউড অভিনেতা রণবীর সিং(Ranveer Singh), দেবের চরিত্রটি অভিনয় করছেন। ২০২০ র এপ্রিল এর ১০  তারিখে সিনেমা ঘরে আসবে এই ছবিটি।

"আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, না। আমরা এটা করতে চাই না। কারণ আমরা মনে করি ,আমরা এখনও যথেষ্ট তরুণই রয়েছি। ৫০-১০০ বছর আগে কী ঘটেছিল, গল্প এমনই হওয়া উচিত। কিন্তু শেষে আমরা সবাই, এমন কী আমিও স্থির করি যে, ঠিক আছে ,যদি এই বিষয়ে তাঁরা একটি ছবি তৈরি করতে চায়, তাদের এগিয়ে যেতে দেওয়া হোক।" কথোপকথনে এমনই জানিয়েছেন দেব।

"একজন ক্রিকেটার হিসেবে আমি কবিরকে ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই এবং তাঁর টিমকেও। আমরা কখনই ভাবিনি' যে গবেষণা করে ১৯৮৩  বিশ্বকাপের পিছনের চিত্র কী ছিল সেটা জানতে  এতটা ভিতরে প্রবেশ করবে তাঁরা।  এই আনন্দকে ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার কাছে নেই।" যোগ করেছেন তিনি।

এই ছবিতে আর বদ্রি, হার্ডি সান্ধু, চিরাগ পাটিল, শাকিব সালিম, পঙ্কজ ত্রিপাঠী, তাহির ভাসিন, অ্যামি ভির্ক এবং সাহিল খাট্টার মেন ইন ব্লুর  চরিত্রে অভিনয় করছেন।

সে বছর ভারতীয় দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ট্রফি ঘরে এনেছিল।আর এই জয়ের পরেই ভারতে খেলায় ক্রিকেট নতুন উদ্যমে এগিয়ে চলে। ভক্তদের কাছে প্রায় ধর্মের পর্যায়ে ভালোবাসা চলে যায় এই খেলার প্রতি। এরপর থেকেই ভারতের প্রতিটি বাচ্চা যেন ক্রিকেটার হতে চায়।

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮৩ রান করেছিল ভারত। কৃষ্ণমাচারি শ্রীকান্ত সবথেকে বেশি রান করেছিলেন ভারতীয়দের মধ্যে। ৩৮ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি । অ্যান্ডি রবার্টস সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনি।

এদিকে রান তাড়া করতে নেমে মদনলাল এবং মহিন্দর অমরনাথের তিনটি করে উইকেট নেওয়ার ফলে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৪০ রানেই শেষ হয়ে যায় তারা। আর এর ফলে ভারত প্রথমবার বিশ্বকাপ ঘরে আনে।
 

Comments
হাইলাইট
  • ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ই বিষয় '৮৩ ' র
  • সেই টিমের অধিনায়ক কপিল দেবের চরিত্রে ছবিতে অভিনয় করছেন রণবীর সিং
  • এপ্রিলের ১০ তারিখ ছবিটি মুক্তি পাচ্ছে
সম্পর্কিত খবর
কোভিড-১৯-এর জন্য ভারত-পাক সিরিজ খেলার শোয়েবের ইচ্ছেকে ওড়ালেন কপিল
কোভিড-১৯-এর জন্য ভারত-পাক সিরিজ খেলার শোয়েবের ইচ্ছেকে ওড়ালেন কপিল
আমি জানি এই লড়াই আমরা জিতব, করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে বললেন কপিল দেব
আমি জানি এই লড়াই আমরা জিতব, করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে বললেন কপিল দেব
U19 World Cup: ফাইনালে দুই দলের ব্যবহারকে ‘ভয়ঙ্কর’ বললেন কপিল দেব
U19 World Cup: ফাইনালে দুই দলের ব্যবহারকে ‘ভয়ঙ্কর’ বললেন কপিল দেব
৮৩ র বিশ্বকাপ  নিয়ে সিনেমা হোক চাননি Kapil Dev? সত্যিটা কী!
'৮৩ র বিশ্বকাপ' নিয়ে সিনেমা হোক চাননি Kapil Dev? সত্যিটা কী!
Kapil Dev বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ালেন: রিপোর্ট
Kapil Dev বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ালেন: রিপোর্ট
Advertisement