Listen to the latest songs, only on JioSaavn.com
 

West Indies Vs India, 2nd Test: ওয়েস্ট ইন্ডিজ দলে এলেন কেমো পল

Updated: 28 August 2019 20:56 IST

কিংসটনে West Indies -এর সামনে শেষ সুযোগ টেস্ট সিরিজ ড্র করার এবং সিরিজের একমাত্র ম্যাচ জয়ের।

West Indies Include Keemo Paul In 13-Strong Squad For 2nd Test
Keemo Paul চোটের জন্য সিরিজের শুরুতে খেলতে পারেননি © এএফপি

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডেকে নেওয়া হল অল-রাউন্ডার Keemo Paul -কে। ১৩ সদস্যের দলে ফাস্ট বোলার মিগুয়েল  কামিন্সের জায়গায় তাঁকে নেওয়া হল।  শুক্রবার জামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে West Indies ও India। এই সিদ্ধান্ত নেওয়া হয়কেমো পল তাঁর গোড়ালির চোট কাটিয়ে ওঠার পর। অ্যান্টিগায় চোটের জন্য তিনি খেলতে পারেননি। সঙ্গে প্রথম টেস্টে কামিন্সের খারাপ প্রদর্শনও বড় ভূমিকা নিল এই পরিবর্তনে। দুই ইনিংসেই কোনও উইকেট পাননি তিনি। পল চলে আসায় কিছুটা আত্মবিশ্বাস বাড়বে দলের। 

চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যাওয়া শেন ডরউইচ রিহ্যাবের জন্য ফিরে গিয়েছেন বার্বাডোজে। গোড়ালির চোটের জন্য তিনিও ছিটকে গিয়েছিলেন সিরিজ থেকে। বিরাট কোহলির নেতৃত্বে প্রথম টেস্ট দাপটের সঙ্গে জিতে নিয়েছে ভারত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শুরুটা ভারত ৩১৮ রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতেই শুরু করেছে।

Cecil Wright ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

নতুন প্রতিযোগিতায় যা ভারতকে প্রথম পয়েন্ট এনে দিয়েছে। ভারত ৬০ পয়েন্ট পেয়েছে। যার ফলে ভারত পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে।

এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ। এক তো সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচ জিততেই হবে তাদের। সঙ্গে এই সিরিজে তারা কোনও ফর্ম্যাটেই কোনও জয়ের মুখ দেখেনি। আর দ্বিতীয় টেস্টই সেই জয়ের মুখ দেখার জন্য শেষ সুযোগ। 

ICC বেন স্টোকসের প্রশংসা করে সচিনকে বিদ্রূপ করায় ক্ষোভ ফ্যানদের

কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের সামনে শেষ সুযোগ টেস্ট সিরিজ ড্র করার এবং সিরিজের একমাত্র ম্যাচ জয়ের। সঙ্গে এই ম্যাচ জিততে পারলে ওয়ার্ল্ড টেস্ট সিরিজে ৬০ পয়ে‌ন্ট তুলে নিতে পারবে। 

West Indies squad: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টোন চেস, রাখিম কর্নওয়াল, জামার হ্যামিল্টন, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কেমো পল, কেমার রোচ।
(তথ্য আইএএনএস)

Comments
হাইলাইট
  • দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ১৩ জনের দলে জায়গা করে নিলেন কেমো পল
  • প্রথম টেস্টে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি হোম টিম
  • জামাইকার সাবিনা পার্কে শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট
সম্পর্কিত খবর
সাফল্যের জন্য কোচ রবি শাস্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হনুমা বিহারী
সাফল্যের জন্য কোচ রবি শাস্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হনুমা বিহারী
সাত বছরের ফ্যানের থেকে অটোগ্রাফ নিলেন Virat Kohli, দেখে কী করলেন অনুষ্কা
সাত বছরের ফ্যানের থেকে অটোগ্রাফ নিলেন Virat Kohli, দেখে কী করলেন অনুষ্কা
West Indies Vs India 2nd Test: ২৫৭ রানে জিতে ক্যারিবিয়ান সফর শেষ করল ভারত
West Indies Vs India 2nd Test: ২৫৭ রানে জিতে ক্যারিবিয়ান সফর শেষ করল ভারত
West Indies vs India 2nd Test Day 4 LIVE: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচ
West Indies vs India 2nd Test Day 4 LIVE: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচ
Rishabh Pant ভাঙলেন ভারতের হয়ে এমএস ধোনির উইকেটকিপিং রেকর্ড
Rishabh Pant ভাঙলেন ভারতের হয়ে এমএস ধোনির উইকেটকিপিং রেকর্ড
Advertisement