Listen to the latest songs, only on JioSaavn.com
 

চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে মাতলেন এমএস ধোনি, দেখুন ভিডিও

Updated: 19 March 2020 15:16 IST

২৯ মার্চ ধোনির সিএসকে ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল ১৩তম আইপিএল।

MS Dhoni Enjoys Football Session At CSK Training. Watch Video
এমএস ধোনি (MS Dhoni) সিএসকের অনুশীলনে তাঁর ফুটবল স্কিল দেখালেন © টুইটার

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিনায়ক এমএস ধো‌নি (MS Dhoni) ৩ মাচ৪ থেকেই আইপিএল-এর জন্য অনুশীলনে নেমে পড়েছিলেন চিপকে। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত রাখা হয়েছে আইপিএল (IPL 2020)। এই অবস্থায় শিবিরও বন্ধ হয়ে গিয়েছে সব ফ্র্যাঞ্চাইজির নিরাপত্তার কথা ভেবে। ক্রিকেট ছাড়াও গোটা বিশ্ব জুড়ে বন্ধ রাখা হয়েছে যে কো‌নও ক্রীড়া ইভেন্ট। যখন ভারতে আইপিএল নিয়ে রীতিমতো শেষ মুহূর্তের প্রস্তুতি মাতার কথা ক্রিকেট দুনিয়ার তখন সবাইকে ঘরে বসে থাকতে হচ্ছে। তার মধ্যেই একটু ক্রিকেটীয় ফ্লেভার আনতে সিএসকে ধোনির অনুশীলনের একটি ভিডিও পোস্ট করল। যেখানে এমএস ধোনিকে দেখা যাচ্ছে দলের কোচিং স্টাফদের সঙ্গে জমিয়ে ফুটবল খেলতে। সেখানে তিনি তাঁর ফুটবল স্কিলও তুলে ধরেছেন। 

দেখুন সেই ভিডিও:

গতকালই দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক শ্রেয়াস আয়ারের ফুটবল স্কিলের ভিডিও পোস্ট করেছিল। ক্রিকেট মরসুমে ক্রিকেট খেলতে না পেরে ফুটবলেও স্বস্তি পাচ্ছেন তাহলে ক্রিকেটাররা।

২৯ মার্চ ধোনির সিএসকে ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল ১৩তম আইপিএল। কিন্তু করোনাভাইরাসের জন্য টুর্নামেন্ট শুরুর দিন ১৫ এপ্রিল করা হয়েছে পিছিয়ে। তাও যদি সব ঠিক থাকে এবং পরিস্থিতির উন্নতি হয়।

২০১৯ আইপিএল-এ এমএস ধোনি ১৫টি ম্যাচ খেলেছেন, করেছিলেন ৪১৬ রান। গড় ৮৩.২০ এবং স্ট্রাইকরেট ১৩৪.৬২। এই নিয়ে ধোনি তাঁর আইপিএল কেরিয়ারে চার বার ৪০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন তিনি।

এর মধ্যেই অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ। সেই ভারতীয় দলে জায়গা করে নিতে ধোনির নিজেকে প্রমান করার একমাত্র মঞ্চ ছিল এই আইপিএল। কারণ বিশ্বকাপের পর থেকে তাঁকে আর পেশাদার ক্রিকেটে দেখা যায়নি। তাঁকে নিয়ে জল্পনারও শেষ নেই।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজন হলে টুর্নামেন্টের বহর কমিয়ে আনা হবে। তবে সবটাই সিদ্ধান্ত হবে পরিস্থিতির উপর নির্ভর করে।

Comments
হাইলাইট
  • চেন্নাই সুপার কিংস এমএস ধোনির ফুটবলের ভিডিও পোস্ট করল
  • এমএস ধোনিকে দেখা গেল কয়েকজন সাপোর্ট স্টাফের সঙ্গে ফুটবল খেলতে
  • করোনাভাইরাসের জন্য সব দল শিবির বন্ধ করে দিয়েছে
সম্পর্কিত খবর
সচিন, ধোনি ও দ্রাবিড়ের পুরনো ছবি পোস্ট করে ফ্যানদের মন জিতে নিল আইসিসি
সচিন, ধোনি ও দ্রাবিড়ের পুরনো ছবি পোস্ট করে ফ্যানদের মন জিতে নিল আইসিসি
এমএস ধোনিকে তাঁর দলে না রাখায় আকাশ চোপড়ার সন্তানদেরও নির্যাতিত হতে হয়েছিল
এমএস ধোনিকে তাঁর দলে না রাখায় আকাশ চোপড়ার সন্তানদেরও নির্যাতিত হতে হয়েছিল
এমএস ধোনি নিয়ে গ্রেগ চ্যাপেলের মন্তব্যের পাল্টা দিলেন হরভজন-যুবরাজ
এমএস ধোনি নিয়ে গ্রেগ চ্যাপেলের মন্তব্যের পাল্টা দিলেন হরভজন-যুবরাজ
শিখর ধাওয়ানের প্রিয় অধিনায়ক এমএস ধোনি
শিখর ধাওয়ানের প্রিয় অধিনায়ক এমএস ধোনি
কী ভাবে গ্রেগ চ্যাপেলের চ্যালেঞ্জেই ফিনিশার হয়ে উঠেছিলেন এমএস ধোনি
কী ভাবে গ্রেগ চ্যাপেলের চ্যালেঞ্জেই ফিনিশার হয়ে উঠেছিলেন এমএস ধোনি
Advertisement