Listen to the latest songs, only on JioSaavn.com
 

জিম সেরে খাওয়ার টেবলে সতীর্থদের সঙ্গে ফটো সেশন Virat Kohli –র

Updated: 22 January 2020 13:20 IST

নিউজিল্যান্ড পাঁচটি টি২০ সিরিজ খেলবে ভারত যা শুরু হবে শুক্রবার থেকে।

Virat Kohli Relishes "Good Meal" After "Top Team Gym Session" In Auckland
Virat Kohli ছবি পোস্ট করলেন মণীশ পাণ্ড্যে, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজার সঙ্গে © টুইটার

Virat Kohli যে নিউজিল্যান্ড সিরিজের জন্য রীতিমতো তৈরি তা তাঁর পোস্টেই বোঝা যাচ্ছে। তিনি যদিও খুব বেশি চাপ নেন না কখনও। তার উপর সদ্য অস্ট্রেলিয়ার মতো দলকে ওডিআই সিরিজে হারিয়েই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। যে কারণে দললের আত্মিশ্বাসটাও ভাল জায়গায় রয়েছে। যদিও ঘরের মাঠে সিরিজ জেতার সঙ্গে অ্যাওয়ে ম্যাচের অনেক পার্থক্য। কিন্তু দলের প্রায় সকলেই যাঁর যাঁর জায়গায় সাফল্য পয়েছে সদ্য শেষ হওয়া সিরিজে। এক কথায় টানা সাফল্যের মধ্যেই রয়েছে ভারত। তার প্রভাব যে কিউইদের দেশেও পড়বে সেটাই স্বাভাবিক।

ভারত অধিনায়ক তাঁর এবং দলের ফিটনেস নিয়ে সব সময়ই বেশি চিন্তায় থাকেন। তাঁর কাছে ফিটনেসটাই আসল। বুধবার জিম সেশনের পর সতীর্থদের সঙ্গে খাওয়ার টেবলের ছবি পোস্ট করলেন বিরাট কোহলি। ক্যাপশনে লিখলেন, ‘‘জিম পর্বের পর ভাল খাবার সুন্দর অকল্যান্ডে।'' বিরাটের সঙ্গে সেই ছবিতে দেখা যাচ্ছে লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও মণীশ পাণ্ড্যেকে। অকল্যান্ডের ইডেন পার্কে শুক্রবার প্রথম টি২০ খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া

মঙ্গলবারই অকল্যান্ডে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে পৌঁছেই তিনি ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন তাঁদের পৌঁছনোর খবর। সেই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন শার্দূল ঠাকুর ও শ্রেয়াস আয়ার। সেখানে তিনি ক্যাপশন দিয়েছিলেন, ‘‘অকল্যান্ডে পৌঁছলাম, লেটস গো।''

বিরাট কোহলি এই সিরিজে ভারতের সব থেকে সফলতম ব্যাটসম্যান হিসেবেই শেষ করেছেন। যেখানে তিনি মোট ১৮৩ রান করেছেন দুটো হাফ সেঞ্চুরির সঙ্গে।

তাঁর পারফর্মেন্সের দৌলতে শেষ দুটো একদিনের ম্যাচ জিতে নিয়েছে ভারত। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচই ঘুরে দাঁড়িয়েছে ভারত। টুর্নামেন্টের সেরা হয়েছেন বিরাট কোহলি।

তবে সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। চোটের জন্য টি২০ সিরিজ ছিটকে গিয়েছে শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছিলেন তিনি। যার ফলে সেই ম্যাচে ব্যাট করতেও নামতে পারেননি তিনি। স‌ন্দেহটা ছিলই। রিপোর্ট বলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে খেলা হচ্ছে না ধাওয়ানের। তাঁর জায়গায় দলে ডেকে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজের পর রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারতের নিউজিল্যান্ড সফর শেষ হবে ৪ মার্চ। একদিনের দলে জায়গা করে নিয়েছেন পৃথ্বী শ।

Comments
হাইলাইট
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য তৈরি বিরাট কোহলি
  • তিনি সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘গুড মিল’
  • শুক্রবার থেকে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে অকল্যান্ডে
সম্পর্কিত খবর
কোয়ারেন্টাইনে বিরাট কোহলির হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় অনুষ্কা শর্মা
কোয়ারেন্টাইনে বিরাট কোহলির হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় অনুষ্কা শর্মা
২১ দিনের লকডাউনকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করলেন বিরাট কোহলি
২১ দিনের লকডাউনকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করলেন বিরাট কোহলি
হার্দিক পাণ্ড্যের সঙ্গে ছবি পোস্ট করে মানুষকে ঘরে থাকার আবেদন নাতাশা স্তানকোভিচের
হার্দিক পাণ্ড্যের সঙ্গে ছবি পোস্ট করে মানুষকে ঘরে থাকার আবেদন নাতাশা স্তানকোভিচের
২১ দিনের লকডাউন মেনে চলুন, আবেদন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার
২১ দিনের লকডাউন মেনে চলুন, আবেদন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার
প্রধানমন্ত্রী মোদির ২১ দিনের লকডাউন সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রিকেটাররা
প্রধানমন্ত্রী মোদির ২১ দিনের লকডাউন সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রিকেটাররা
Advertisement