Listen to the latest songs, only on JioSaavn.com
 

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথের কাছে শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি

Updated: 26 February 2020 17:07 IST

বিরাট কোহলি (Virat Kohli) সদ্য শেষ হওয়া টেস্ট ম্যাচটিতে নিজের সেরাটা দিতে পারেননি যার প্রভাব পড়েছে আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে।

ICC Test Rankings: Virat Kohli Loses Top Spot To Steve Smith After New Zealand Slump
বিরাট কোহলি (Virat Kohli) প্রথম টেস্টে দুই ইনিংস মিলে ২১ রান করেন। © এএফপি

নিউজিল্যান্ড সিরিজটা মোটেও ভালো যায়নি ভারতের। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকেও রান আসেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুই রানের পর দ্বিতীয় ইনিংসে ১৯ রানই করতে পেরেছিলেন বিরাট কোহলি। যে ম্যাচ ১০ উইকেটে হেরে যায় ভারত। আর তার প্রভাবই পড়েছে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে। বিরাট কোহলির পয়েন্ট নেমে হয়েছে ৯০৬। স্টিভ স্মিথ (Steven Smith) শেষ টেস্ট খেলেছেন জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু বিরাট পয়েন্ট হারানোয় ৯১১ পয়েন্ট নিয়ে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেলেন স্মিথ। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৯ রান করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার মার্নাস আবুশাগনেকে পিছনে ফেলে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন।

চেতেশ্বর পূজারা দুই ধাপ নেমে ন'নম্বরে নেমে গিয়েছেন। অজিঙ্ক রাহানে দুই ইনিংসে ৪৬ ও ১৯ রান করা এক ধাপ উঠে আট নম্বরে পৌঁছে গিয়েছেন।

কেন এমএস ধোনি বোলারদের অধিনায়ক ছিলেন, খোলসা করলেন প্রজ্ঞ্যান ওঝা

মায়াঙ্ক আগরওয়াল দুই ইনিংসে ৯২ রানের সঙ্গে একটি হাফ-সেঞ্চুরি করে দুই ধাপ উঠে তাঁর কেরিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ১০-এ পৌঁছে গিয়েছেন।

বোলারদের তালিকায়, টিম সাউদি আট ধাপ উঠে ছ'নম্বরে জায়গা করে নিয়েছেন। ভারতের বিরুদ্ধে ন'উইকেট নেন তিনি। ট্রেন্ট বোল্টও চার উঠে জায়গা করে নিলেন ১৩ নম্বরে। চোট সারিয়ে ফিরে ভারতের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ট্রোল হলেন ইশান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল

ইশান্ত শর্মাও চোট সারিয়েই ভারতীয় দলে ফিরেছিলেন। ভারতের হয়ে সেরা পারফর্মেন্সটা তিনিই দিয়েছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। তিনি তাঁর কেরিয়ারের সর্বোচ্চ ১৭ র‍্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছেন।

ওয়েলিংটনে ভারতের হার ওয়ার্ল্ড টেস্ট সিরিজে প্রথম হার। যদিও সেখানে শীর্ষস্থান এখনও ভারতের দখলেই রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পরের টেস্ট সিরিজ জুনে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের কাছাকাছি চলে যাওয়ার এটাই সুযোগ অজিদের সামনে।

Comments
হাইলাইট
  • বিরাট কোহলির র‍্যাঙ্কিং পয়েন্ট নেমে ৯০৬-এ দাঁড়ায়
  • স্টিভ স্মিথ ৯১১ পয়ে‌ন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেলেন
  • কেন উইলিয়ামসন তিন নম্বরে জায়গা করে নিলেন
সম্পর্কিত খবর
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
Advertisement