ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে Vikram Rathour

Updated: 22 August 2019 22:00 IST

ব্যাটিং কোচ হিসেবে বর্তমান ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে পিছনে ফেলে এগিয়ে আছেন Vikram Rathour।

Vikram Rathour, Bharat Arun, R Sridhar Selectors
বোলিং কোচ হিসেবে সম্ভবত থেকে যাচ্ছে‌ন ভরত অরুণ। © এএফপি

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট নির্বাচন কমিটির প্রধান MSK Prasad-এর নেতৃত্বাধীন কমিটি ভারতীয় দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের চূড়ান্ত বাছাই করা প্রার্থী তালিকা বেছে নিল। প্রত্যেক বিভাগের শীর্ষ নামগুলি জানানো হলেও স্বার্থের সংঘাতজনিত বিষয়ে ঘোষণা করার পরে সমস্ত আনুষ্ঠানিকতার শেষে তাঁদের নিয়োগ করা হবে। ব্যাটিং কোচ হিসেবে বর্তমান ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে পিছনে ফেলে এগিয়ে আছেন Vikram Rathour। বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের চাকরি সম্ভবত বজায় থাকছে। ৫০ বছরের রাঠৌর ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছিলেন ১৯৯৬ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে বিরাট সাফল্য রয়েছে তাঁর।

রোহিত শর্মা টেস্টেও ওপেন করুন, চাইছেন Sourav Ganguly

২০১৬ সালে সন্দীপ পাতিল চেয়ারম্যান থাকাকালীন তিনি জাতীয় নির্বাচক ছিলেন।

এর আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং পরামর্শদাতা এবং অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং কোচ হওয়ার জন‌্য আবেদন করেছিলেন বিক্রম। কিন্তু তাঁকে নিয়োগ করা হয়নি, কারণ তাঁর শ্যালক আশিস কাপুর ছিলেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান।

নতুন টেস্ট জার্সিতে ক্যামেরার সামনে পোজ দিল Indian Cricket Team, দেখুন ছবি

বিসিসিআইয়েক সিইও রাহুল জোহরি সংবাদমাধ্যমকে জানান, ‘‘বিক্রম রাঠৌরের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং আমরা তাঁর দক্ষতা সম্পর্কে (কোচ হিসেবে) অবগত। আমরা তাঁর কাছে জানতে চাইব, তিনি কোনও স্বার্থের সংঘাতে জড়িত থাকেন কি না।''

আপাতত তালিকায় বর্তমান ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার রয়েছেন দু'নম্বরে। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ রয়েছেন তিন নম্বরে। রাহুল জোহরি জানান, ‘‘টিম ম্যানেজমেন্টের আলাদা দর্শন থাকলেও আমাদের মনে হয়েছে সহকারীদের মধ্যে নতুন কাউকে দরকার।''

২০১১ বিশ্বকাপের সময় দলের ফিজিও থাকা নিতীন প্যাটেলকে আবার ফেরানো হবে। পাশাপাশি দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হবেন লিউক উডহাউস।

সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত সরকারের কূটনীতিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে প্রশাসনিক ম্যানেজার সুনীল সুব্রমনিয়ামকে সরিয়ে দেওয়া হচ্ছে।

(তথ্য সহায়তা: পিটিআই)

Comments
হাইলাইট
  • ভারতীয় দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি
  • ব্যাটিং কোচ হিসেবে এগিয়ে আছেন বিক্রম রাঠৌর
  • বোলিং কোচ হিসেবে ভরত অরুণ ও ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরই থাকছেন
সম্পর্কিত খবর
3rd ODI, Ind Vs Aus: বড় রানের সম্ভাবনা নিয়ে বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া
3rd ODI, Ind Vs Aus: বড় রানের সম্ভাবনা নিয়ে বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া
Watch:
Watch: ''চাহাল টিভি''তে Shikhar Dhawan কীভাবে ওই লেগস্পিনারের সঙ্গে রসিকতা করলেন
2nd ODI: তাঁর উইকেটকিপিং দলের বোলারদের "খুশি" করেছে বলেই আশা করছেন কে এল রাহুল
2nd ODI: তাঁর উইকেটকিপিং দলের বোলারদের "খুশি" করেছে বলেই আশা করছেন কে এল রাহুল
Watch: একহাতে নেওয়া Manish Pandey-র ক্যাচ কীভাবে আউট করল ডেভিড ওয়ার্নারকে
Watch: একহাতে নেওয়া Manish Pandey-র ক্যাচ কীভাবে আউট করল ডেভিড ওয়ার্নারকে
শচীন তেন্ডুলকর, হাসিম আমলাদের পিছনে ফেলে বিশ্বরেকর্ড রোহিত শর্মার
শচীন তেন্ডুলকর, হাসিম আমলাদের পিছনে ফেলে বিশ্বরেকর্ড রোহিত শর্মার
Advertisement