Arun Jaitley Death: জেটলির সম্মানে কালো আর্মব্যান্ড পরে নেমেছে ভারত

Updated: 24 August 2019 19:16 IST

বীরেন্দ্র শেহবাগ, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, গৌতম গম্ভীররা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তার পিছনে বড় ভূমিকা ছিল জেটলির।

To Condole Arun Jaitley
প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত © এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নামল Indian Cricket Team। এ দিনই দুপুরে প্রয়াত হয়েছেন প্রাক্তন মন্ত্রী Arun Jaitley। তাঁর সন্মানেই এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। শনিবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কালো ব্যান্ড পরে নামে গোটা দল। এ ভাবেই বিরাট কোহলিরা BCCI-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন চিফ ্রুণ জেটলিকে সম্মান জানালেন। নিউজ এজেন্সি এএনআই আগেই এই তথ্য জানিয়েছিল টুইট করে। ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মন্ত্রী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলছে অ্যান্টিগুয়ায়। শনিবার তৃতীয় দিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে অরুণ জেটলির মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞ্যাপন করেছেন। 

তিনি লেখেন, ‘‘অরুণ জেটলিটির কথা শুনে আমি স্তম্ভিত ও দুঃখিত। তিনি খুব ভাল মানুষ ছিলেন। সব সময় অন্যদের সাহায্যে এগিয়ে আসতেন। ২০০৬-এ যখন আমার বাবা প্রয়াত হয়েছিলেন তখন তিনি সময় বের করে আমাদের বাড়িতে এসেছিলেন শ্রদ্ধা জানাতে। তাঁর আত্মার শান্তি কামনা করি।''

বিজেপিতে যোগ দেওয়া ভারতের প্রাক্তন ওপেনার গৈতম গম্ভীর খুবই কাছের ছিলেন  অরুণ জেটলির। তিনি বলেন,  জেটলির মৃত্যুতে তাঁরই একটি অংশ চলে গেল। 

গম্ভীর টুইটে লেখেন, ‘‘একজন বাবা কথা বলতে শেখায় কিন্তু একজন বাবার মতো মানুষ শেখায় কীভাবে কথা বলতে হয়। একজন বাবা হাঁটতে শেখায় এবং একজন বাবার মতো মানুষ শেখায় কী ভাবে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হয়। একজন বাবা নাম দেয় কিন্তু একজন বাবার মতো মানুষ পরিচিতি দেয়। আমার একটা অংশ চলে গেল আমার ফাদার ফিগারের সঙ্গে।''

ডিডিসিএতে থাকার সময় দিল্লির বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটের প্রতিভাদের খুঁজে নিয়ে আসেতন তিনি। এবং তাঁদের বড় মঞ্চে তুলে ধরতেন। 

বীরেন্দ্র শেহবাগ, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, গৌতম গম্ভীররা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তার পিছনে বড় ভূমিকা ছিল জেটলির।

তিনি ক্রিকেট ভক্ত ছিলেন। বিসিসিআই-এর বড় বড় মাথারা ভারতীয় ক্রিকেট নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে হলে তাঁর সঙ্গে আলোচনা করতেন। 

(তথ্য এএনআই ও পিটিআই)

Comments
হাইলাইট
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছে ভারত
  • প্রাক্তন মন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত
  • ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের আজ তৃতীয় দি‌ন
সম্পর্কিত খবর
চার দেশেই পাঁচ উইকেট নিয়ে প্রথম এশিয়ান Jasprit Bumrah
চার দেশেই পাঁচ উইকেট নিয়ে প্রথম এশিয়ান Jasprit Bumrah
এমএস ধোনির টেস্ট অধিনায়কত্বের রেকর্ডকে ছুঁয়ে ফেললেন Virat Kohli
এমএস ধোনির টেস্ট অধিনায়কত্বের রেকর্ডকে ছুঁয়ে ফেললেন Virat Kohli
West Indies vs India 1st Test Day 4 LIVE Score: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট
West Indies vs India 1st Test Day 4 LIVE Score: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট
আউট হয়ে হতাশ KL Rahul বাড়াতে চান মনঃসংযোগ
আউট হয়ে হতাশ KL Rahul বাড়াতে চান মনঃসংযোগ
West Indies vs India 1st Test Day 3 LIVE: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, তৃতীয় দিন
West Indies vs India 1st Test Day 3 LIVE: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, তৃতীয় দিন
Advertisement