
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সোমবার পা দিলেন ৪৭-এ। টুইটারে তাঁকে সমালোচনায় ভরালেন তাঁর সতীর্থ থেকে প্রাক্ত, বর্তমান ক্রিকেটাররা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বেই ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। সঠিক অর্থে সৌরভের হাত ধরেই ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছিল। তাঁর হাতে অধিনায়কত্ব যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারতেন না কেউ। সেটা শিখিয়েছিলেন তিনি। সে টস করার আগে স্টিভ ওয়াকে মাঠে দাড় করিয়ে রাখাই হোক অথবা লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো। সবটাই করে দেখিয়েছিলেন তিনি। তাঁর ব্যাটিং দক্ষতা ছাড়াও সৌরভকে মনুষ মনে রেখেছে তাঁর নেতৃত্বের দক্ষতার জন্য। কী ভাবে জয়ের রাস্তা দেখেছিল ভারত তাঁর হাত ধরে। লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে উড়িয়ে ন্যাট-ওয়েস্ট (Nat-West Trophy) ট্রফি জয় সৌরভের কেরিয়ারের অন্যতম সেরা জয়ের মধ্যে একটি।
বিশ্বকাপে ধোনির ফর্ম ফিরে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হয়ে ১১৩টি টেস্ট খেলে করেছেন ৭২১২ রান, গড় ৪২.১৭। খেলেছেন ৩১১টি ওডিআই ম্যাচ, করেছেন ১১,৩৬৩ রান। ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান রয়েছে তাঁরই দখলে।
সোমবার টুইটারে বীরেন্দ্র সেহবাগ থেকে ভিভিএস লক্ষ্মণ এবং যুবরাজ সিংসহ অনেকেই সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন।
Happy Birthday to a 56" Captain , Dada @SGanguly99 !
— Virender Sehwag (@virendersehwag) July 8, 2019
56 inch chest,
8th day of the 7th month, 8*7 = 56 and a World Cup average of 56. #HappyBirthdayDada , May God Bless You ! pic.twitter.com/Dcgj9jrEUE
An inspiration for many and a leader in the true sense. Happy Birthday @SGanguly99 #HappyBirthdayDada pic.twitter.com/47shEJ4LAP
— BCCI (@BCCI) July 8, 2019
The man who built and supported us for the future ! You will always be special to me Lots of love and best wishes to you dadi. Have a great birthday @SGanguly99 pic.twitter.com/pOaEJY9C0F
— yuvraj singh (@YUVSTRONG12) July 8, 2019
Happy birthday, dada. Shubho Jonmodin. Have a great day :) Wishing you the best in life @SGanguly99 pic.twitter.com/SIpioPwzBF
— Suresh Raina (@ImRaina) July 8, 2019
Happy birthday TIGER My big brother @SGanguly99 The man who taught us how to win overseas..what a Legend.. Jeo dada jeo.. love u always pic.twitter.com/xOHcdHwCk1
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 8, 2019
Happy birthday dada!!!! You have been the greatest pillar to Indian cricket!!! Thanks for your guidance towards everything!!! A true legend who has made some golden memories May god shower lots of blessings and love! @SGanguly99 pic.twitter.com/VqkDLsOhzm
— Ishant Sharma (@ImIshant) July 8, 2019
Happy Birthday to a man who brought about a fantastic transition in Indian cricket, a brilliant leader who backed guys he believed in to the fullest . But aise kaun chadhta hai , Dada @SGanguly99 #HappyBirthdayDada pic.twitter.com/tuOwPejGm1
— Mohammad Kaif (@MohammadKaif) July 8, 2019
It was a pleasure to share the dressing room with one of the finest captains, Indian cricket ever produced. A very happy birthday to @SGanguly99. #HappyBirthdayDada pic.twitter.com/kfxRHfQqYc
— R P Singh (@rpsingh) July 8, 2019
Many many happy returns of the day Dada...
— IamKedar (@JadhavKedar) July 8, 2019
The man who laid foundations of new generation Team India...
Have a super year!!!@SGanguly99 #HappyBirthdayDada pic.twitter.com/dzZ83yEM5t
Many more happy returns of the day @SGanguly99 ! Wish you ever more success and love #HappyBirthdayDada pic.twitter.com/qM2qraIFtT
— VVS Laxman (@VVSLaxman281) July 8, 2019
নিজের ৪৭তম জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিলেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে তাঁর প্রথম পোস্ট জন্মদিনের কেক কাটার। সেখানে তিনি লেখেন, ‘‘আমার বয়স আরও এক বছর বেড়ে গেল আজকে। আমি এই বছর আমার ফ্যানদের কিছু ফিরিয়ে দিতে চাই। তাই এই জন্মদিনে এই নতুন শুরু।''
বিশ্বকাপের বিশেষজ্ঞ হিসেবে লন্ডনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বিভিন্নভাবে ক্রিকেটের সঙ্গে জরিয়ে রয়েছেন তিনি। সে সিএবি সভাপতি হোন বা দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা। জাতীয় দলের জার্সি খুলে রাখলেও ক্রিকেট এখনও তাঁর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এত কিছুতে জরিয়ে থাকায় স্বার্থের সংঘাতের অভিযোগের মুখেও পড়েছেন তিনি।