Listen to the latest songs, only on JioSaavn.com
 

শুবমান ও রাহানে কেন একদিনের দলে নেই, প্রশ্ন তুললেন সৌরভ

Updated: 24 July 2019 15:09 IST

একদিনের সিরিজে ভারতীয় দলে শুবমান গিল ও অজিঙ্কা রাহানে সুযোগ না পাওয়ায় বিস্ময় প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly Is Surprised By The Exclusion Of Shubman Gill, Rahane From The Indian ODI Squad
সদ্যসমাপ্ত ভারত এ বনাম ওয়েস্ট ইন্ডিজ এ সিরিজে ২১৮ রান করেছেন শুবমান। © এএফপি

ওয়েস্ট ইন্ডিজের (WEst Indies) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলে শুবমান গিল (Shubman Gill) ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) সুযোগ না পাওয়ায় বিস্ময় প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ এই নিয়ে একটি টুইট করেন। তাতে তিনি নির্বাচন কমিটির উদ্দেশে প্রশ্ন তোলেন, কেন কয়েকজন মাত্র খেলোয়াড়কে সব ফর্ম্যাটে খেলানো হচ্ছে? বুধবার করা টুইটে তিনি লেখেন, ‘‘ভারতীয় নির্বাচকদের জন্য সময় এসেছে ছন্দ ও আত্মবিশ্বাস তৈরির জন্য একই খেলোয়াড়দের সমস্ত ফর্ম্যাটে খেলানোর। সামান্য ক'জনই সব ফর্ম্যাটে সুযোগ পেয়েছে। সেরা দলের ধারাবাহিক খেলোয়াড় থাকে। সবাইকে খুশি করার কথা হচ্ছে না, কিন্তু দেশের জন্য সেরাদের বেছে নিতে হবে ও ধারাবাহিক থাকত হবে।''

তিনি আরও লেখেন, ‘‘এই স্কোয়াডে অনেকেই আছে যাঁরা সব ফর্ম্যাটে খেলার যোগ্যতা রাখে। অবাক হয়েছি শুবমান গিল ও রাহানেকে একদিনের দলে না দেখে।''

ভারতীয় দলে কোনও ফাটল নেই, যদি না প্লেয়াররা নিয়ে আসে: সিওএ সদস্য

রবিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পুরো সিরিজের জন্য (টি২০, একদিনের ম্যাচ ও টেস্ট) দল ঘোষিত হয়েছে। সিরিজ শুরু ৩ আগস্ট।

বিরাট, ধোনি কেন আলাদা জানিয়ে দিলেন ক্রুণাল পাণ্ড্যে

শুবমান গিলের সুযোগ না পাওয়া নিয়ে কথা উঠেছে। সদ্যসমাপ্ত ভারত এ বনাম ওয়েস্ট ইন্ডিজ এ সিরিজে তিনি ২১৮ রান করেছেন।

যে স্কোয়াড ঘোষিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে সব ফর্ম্যাটেই অধিনায়ক বাছা হয়েছে। ধোনি নিজেকে সরিয়ে নেওয়ার পরে ঋষভ পন্থকে সীমিত ওভারের দলে রাখা হয়েছে উইকেট রক্ষক হিসেবে।

৩টি টি২০-র জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), ক্রুণাল পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদীপ সাইনি।

৩টি একদিনের ম্যাচের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়শ আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদীপ সাইনি।

২টি টেস্টের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, উমেশ যাদব।(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Comments
হাইলাইট
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা হয়েছে
  • একদিনের দলে শুবমান ও রাহানে সুযোগ না পাওয়ায় বিস্মিত সৌরভ
  • সিরিজ শুরু ৩ আগস্ট
সম্পর্কিত খবর
অনুশীলন করলেন না পৃথ্বী শ, টেস্ট অভিষেক হতে পারে শুবমান গিলের
অনুশীলন করলেন না পৃথ্বী শ, টেস্ট অভিষেক হতে পারে শুবমান গিলের
NZ vs IND: পৃথ্বী শ-র সঙ্গে কোনও লড়াই নেই, বলে দিলেন শুবমান গিল
NZ vs IND: পৃথ্বী শ-র সঙ্গে কোনও লড়াই নেই, বলে দিলেন শুবমান গিল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মার পরিবর্তে Mayank Agarwal
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মার পরিবর্তে Mayank Agarwal
নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে ডবল সেঞ্চুরি শুবমান গিলের, সেঞ্চুরি হনুমা বিহারীর
নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে ডবল সেঞ্চুরি শুবমান গিলের, সেঞ্চুরি হনুমা বিহারীর
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলে পৃথ্বী শ, হার্দিক পাণ্ড্যে
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলে পৃথ্বী শ, হার্দিক পাণ্ড্যে
Advertisement