Listen to the latest songs, only on JioSaavn.com
 

জসপ্রিত বুমরাকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে না করলেন Sourav Ganguly: রিপোর্ট

Updated: 25 December 2019 14:28 IST

রিপোর্ট অনুযায়ী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জসপ্রিত বুমরার রঞ্জি ট্রফি খেলা নিষিদ্ধ করলেন।

Sourav Ganguly Keeps Protocol Aside, Asks Jasprit Bumrah To Skip Ranji Trophy Game: Reports
Jasprit Bumrah গুজরাতের হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারেন © টুইটার

দীর্ঘ চারমাস চোটের জন্য মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন Jasprit Bumrah। নিয়ম অনুযায়ী সকলেই ডোমেস্টিক পর্যায়ে খেলে তাঁদের ফিটনেসের প্রমান দেন। অন্যথা হওয়ার কথা নয় জসপ্রিত বুমরার ক্ষেত্রেও। কিন্তু কথা থাকলেও বুধবার লালাভাই কনট্রাক্টর স্টেডিয়ানে কেরালার বিরুদ্ধে গুজরাতের হয়ে খেলতে নামেননি তিনি। জুলাই-অগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর তাঁকে খেলতে দেখা যায়নি স্ট্রেস ফ্যাক্টরের জন্য। অস্ত্রোপচারের পর রিহ্যাব করেই ঘরের মাঠে শেষ ম্যাচে ভারতের নেটে তাঁকে বল করতেও দেখা গিয়েছে। তার পর জানুয়ারি দুটো সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। তার আগে চলতি রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এ-র ম্যাচে তাঁর খেলার কথা ছিল। 

তবে খবর, বুমরাকে খেলা থেকে বাইরে থাকতে বলেছেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই। বিসিসিআই-এর তরফে আইএএনএসকে নিশ্চিত করা হয়েছে, এই পেসারকে রঞ্জি ট্রফি খেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে তার বদলে সাদা বলের ক্রিকেটে মন দিতে বলা হয়েছে।

দশকের সব থেকে বেশি উইকেট নিয়ে Ravichandran Ashwin কার প্রশংসা পেলেন

সোমবার ডানহাতি এই পেসার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দলে জায়গা করে নিয়েছেন। যদিও একটা সময় পর্যন্ত মনে করা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি ফিরবেন না। কিন্তু নির্বাচকরা তাঁর ফিটনেসের উপর ভরসা রেখেছেন শ্রীলঙ্কা সিরিজের দলে রেখে।

বিশাখাপত্তনমে ভারতীয় দলের সঙ্গে বল করার পর দলের ফিজিও ও ট্রেনার তাঁর ফিটনেস নিয়ে সবুজ সঙ্কেত দেন টিম ম্যানেজমেন্টকে।

Virat Kohli ও MS Dhoni জায়গা করে নিলেন উইসডেনের দশকের সেরা দলে

আইএএনএস-এর খবর ভারতীয় টিম ম্যানেজমেন্টই বুমরাকে বিশাখাপত্তনমে ডেকে পাঠিয়েছিল তাঁর চোটের অবস্থা দেখার জন্য। তিনি ফিট থাকলেও ইউকেতে তিনি উপদেশের জন্য গিয়েছেন কারণ কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

ভারত ৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামবে। তিন ম্যাচের সিরিজ শেষে ১৪-১৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। তার পর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে পাঁচটি টি২০, তিনটি ওডিআই ও দু'টি টেস্ট ম্যাচ খেলবে ভারত।

Comments
হাইলাইট
  • রঞ্জি ট্রফির ম্যাচে খেলার কথা থাকলেও খেলছেন না জসপ্রিত বুমরা
  • জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ই তাঁকে খেলতে না করেছেন
  • শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজে দলে রাখা হয়েছে বুমরাকে
সম্পর্কিত খবর
রোহিত শর্মার মেয়ের মিষ্টি ভিডিও পোস্ট করলেন জসপ্রিত বুমরা, দেখুন
রোহিত শর্মার মেয়ের মিষ্টি ভিডিও পোস্ট করলেন জসপ্রিত বুমরা, দেখুন
জসপ্রিত বুমরা কেন জ্লাতান ইব্রাহিমোভিচের দ্বারা অনুপ্রানিত, জানালেন রোহিত শর্মাকে
জসপ্রিত বুমরা কেন জ্লাতান ইব্রাহিমোভিচের দ্বারা অনুপ্রানিত, জানালেন রোহিত শর্মাকে
লকডাউনে ঘরের মেঝে পরিষ্কার বুমরাহর, জানালেন কেন দু’বার করে করছেন
লকডাউনে ঘরের মেঝে পরিষ্কার বুমরাহর, জানালেন কেন দু’বার করে করছেন
টম লাথাম ও কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
টম লাথাম ও কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
দ্বিতীয় দিনের শেষে আবার ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত, তিন উইকেট বোল্টের
দ্বিতীয় দিনের শেষে আবার ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত, তিন উইকেট বোল্টের
Advertisement