
২০১১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসির দুর্নীতি-দমন শাখার বিচারে ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন তৎকালীন পাকিস্তানের দুই উদীয়মান তারকা ফাস্ট বোলার মহম্মদ আমির (Mohammad Amir) ও মহম্মদ আসিফ (Mohammad Asif)। তাঁরা ছাড়াও ওপেনিং ব্যাটসম্যান সলমন বাটও ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়ে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন। একটি টক শো-তে তাঁর প্রাক্তন সতীর্থদের ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়ার প্রসঙ্গে নিজের যন্ত্রণা ব্যক্ত করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। জানিয়ে দিলেন, সেই সময় তাঁকে শুধু বিপক্ষের সঙ্গেই খেলতে হচ্ছিল না। খেলতে হচ্ছিল নিজের সতীর্থদের বিরুদ্ধেও! ‘রিওয়াইন্ড উইথ সামিনা পীরজাদা' নামের টক শোতে নিয়ে এই নিয়ে বক্তব্য রাখেন তিনি।
India vs Bangladesh: ‘ফিট' রোহিত শর্মা খেলবেন রবিবারের টি২০-তে
তিনি বলেন, ‘‘আমি সব সময় স্থির করে রেখেছিলাম আমি কখনও পাকিস্তানকে ঠকাব না। কোনও ম্যাচ ফিক্সিং নয়। কিন্তু আমি ম্যাচ ফিক্সারদের দ্বারা আবর্তিত ছিলাম। আমাকে ২২ জনের বিরুদ্ধে খেলতে হচ্ছিল। ওদের ১১, আমাদের ১০ জন। কে জানে কে ম্যাচ ফিক্সার। তখনও অনেক ম্যাচ গড়াপেটা হয়েছে। মহম্মদ আসিফ আমাকে বলেছিলেন, কোন ম্যাচ কীভাবে গড়াপেটা করেছে ওরা।''
এবারের ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলা মহম্মদ আমির ও মহম্মদ আসিফের ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়া সম্পর্কে জানার পরে তিনি কতটা দুঃখ পেয়েছিলেন ও কতটা রেগে গিয়েছিলেন জানাচ্ছেন শোয়েব।
শাকিব আল হাসানের নির্বাসন দলের খেলায় প্রভাব ফেলবে: বাংলাদেশ কোচ
‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' জানাচ্ছেন, ‘‘আমি আমির ও আসিফকে বোঝার চেষ্টা করেছিলাম। প্রতিভার কী অপচয়! আমি যখন এই বিষয়ে জানতে পারি, আমি আক্ষেপে দেওয়ালে ঘুষি মেরেছিলাম। পাকিস্তানের দুই শীর্ষস্থানীয় বোলার, স্মার্ট, বুদ্ধিমান ও নিখুঁত ফাস্ট বোলার, তারা কীভাবে নষ্ট হয়ে গেল! কিছু টাকার জন্য নিজেদের বেচে দিল ওরা!''
গড়াপেটার কলঙ্ক থেকে নিজেকে সামলে আমি ফিরতে পারলেও আশিফ ও সলমন বাট আর ফিরতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে।
২০১৯ বিশ্বকাপে আমির অংশ নিয়েছিলেন। বাঁহাতি পেসার এরপর বিশ্বকে চমকে দেন মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে।
গত ২৬ জুলাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে আমির জানান, তিনি সাদা বলের ক্রিকেটে ফোকাস করতে চান।
কয়েক দিন আগে দু'বছরের জন্য নির্বাসিত হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে এক বুকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সে বিষয়ে আইসিসিকে কিছু জানাননি।