Listen to the latest songs, only on JioSaavn.com
 

ধোনির ফর্মে ফেরাটা দলের জন্য গুরুত্বপূর্ণ, বললেন শিখর ধাওয়ান

Updated: 17 January 2019 14:35 IST

অস্ট্রেলিয়া বিরুদ্ধে ২৯৯ রানের লক্ষ্যে ম্যাচ শেষ করতে বড় ভূমিকা নিয়েছিলেন এমএস ধোনি।

Shikhar Dhawan Feels, MS Dhoni’s form is a promising sign for the entire team
এমএস ধোনির ফর্মে ফেরায় খুশি শিখর ধাওয়ান © এএফপি

ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান মনে করেন, ফর্ম ফিরে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধোনির ঠান্ডা মাথা ও ক্রিকেট বুদ্ধি দলকলে আত্মবিশ্বাস দেবে। শিখর ধাওয়ান বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে এমএস ধোনির পারফর্মেন্স অসাধারণ ছিল। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে দলগত পারফর্মেন্স দেখে ভাল লাগল। দুই ম্যাচেই যে ভাবে ধোনি খেলল সেটা অনবদ্য। আমার এটা দেখে খুব ভাল লাগছে যে ধোনি ওর ফর্ম ফিরে পেয়েছে। এই পর্যায়ের একজন প্লেয়ার, যে ঠান্ডা মাথায় পুরো ম্যাচ খেলে যায় সেটা দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।''

ধোনির পাশাপাশি ধাওয়ানের গলান দীনেশ কার্তিকেরও প্রশংসা শোনা যায়। অ্যাডিলেড ওভালে ছয় উইকেটে জয়ের ম্যাচে বড় ভূমিকা ছিল তাঁরও। ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন শেষ মুহূর্তে তিনি।

শিখর ধাওয়ান বলেন‌, ‘‘শেষ ম্যাচে দানেশের ইনিংস খুব গুরুত্বপূর্ণ ছিল। ভাল দিক হল আমাদের ব্যাটিং ইউনিটফিট এবং অভিজ্ঞ প্লেয়ারে ভর্তি। বেশ কয়েক বছর ধৱে আমরা আমাদের খেলার ধারাবাহিকতা বজায় রেখেছি। এবং আশা করি আগামী দিনগুলোতেও সেটা ধরে রাখতে পারব.''

তিন ম্যাচের ওডিআই সিরিজের ফল এই মুহূর্তে ১-১। ভারতের লক্ষ্য অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতে নেওয়া। টেস্ট সিরিজের পর এটাও বিরাট কোহলির হাত ধরে তা হলে নতুন প্রাপ্তি হবে ভারতীয় ক্রিকেট দলের।

ধাওয়ান বলেন, ‘‘কাল একটা বড় ফাইনাল ম্যাচ খেলতে নামছি আমরা। দুই দলের জন্যই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। একটা উত্তেজক ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। এটা জিততে পারলে আমাদের জন্য অনেকটা। সব সময়ই এখানে এসে জিততে পারাটা দারুণ। আমরা যদি কাল জিততে পারি, তা হলে আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। অবশ্যই আমরা এটা উপভোগ করব ও মর্যাদা দেব।''

Comments
হাইলাইট
  • শিখর দাওয়ানের মতে, ধোনির প্রথম দুই ম্যাচের পারফর্মেন্স অসাধারণ
  • দ্বিতীয় ম্যাচে ৫৪ বলে অপরাজিত ৫৫ রানের ইন‌িংস খেলেন ধোনি
  • ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের সিরিজ এখন ১-১
সম্পর্কিত খবর
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
টি২০ বিশ্বকাপে ধোনিকে ছাড়া ভাবা সম্ভব নয় বলেই মনে করেন ওয়াসিম জাফর
টি২০ বিশ্বকাপে ধোনিকে ছাড়া ভাবা সম্ভব নয় বলেই মনে করেন ওয়াসিম জাফর
চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে মাতলেন এমএস ধোনি, দেখুন ভিডিও
চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে মাতলেন এমএস ধোনি, দেখুন ভিডিও
Advertisement