
মহেন্দ্র সিং ধোনি-র বেশ কিছু জিনিস 'নকল' করতে দেখা যায় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে। ধোনির মত সরফরাজও পাকিস্তানের উইকেটকিপার-অধিনায়ক। মিল তো আছেই। তবে সেই মিলটা অনেক সময় নকলে পরিণত করেন। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির স্টাইলে ক্যাপ্টেন্সি করেই বাজিমত করেন সরফরাজ। উইকেটকিপিংয়েও অনেক সময় ধোনির কায়দায় দেখা যায় পাক অধিনায়ককে। তবে এবার বোলার ধোনিকে অনুসরণ করলেন সরফরাজ। গতকাল বুলাওয়েতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে 48তম ওভারে উইকেটকিপিং গ্লাভস পরে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে যান সরফরাজ। প্রথম ওভারে পাকিস্তানের উইকেটকিপার-অধিনায়ক দেন 6 রান। প্রথম ওভারটা ভালই বল করেন সরফরাজ। সেই সময় সরফরাজের উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা যায় ওপেনার ফকহর জামানকে। 2009 সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি কিপিং গ্লাভস খুলে বল করেছিলেন। সেবার উইকেটও পেয়েছিলেন ধোনি।
সেই ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ট্রেভিস ডাওলিনকে আউট করেছিলেন ধোনি। প্রসঙ্গত, ধোনি তাঁর ওয়ানডে কেরিয়ারে মোট 6 ওভার বল করেছেন। সরফরাজও ধোনির মত উইকেটকিপার হিসেবে উইকেট পেতে চেয়েছিলেন বলে ম্যাচ ও সিরিজের শেষ ওভারে বল করতে এসেছিলেন। কিন্তু সেই ওভারে সরফরাজকে খুব মারেন জিম্বাবোয়ের পেটের মুর। মিড উইকেটের ওপর দিয়ে পাকিস্তানের উইকেটকিপার অধিনায়কের বলে ছক্কা হাঁকান সরফরাজ। ধোনির মত উইকেট পাওয়া হয়নি সরফরাজের। 2 ওভারে পাক অধিনায়ক দেন 15 রান। তাঁর 179তম আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার বল করলেন সরফরাজ।
— Ketan Patil (@KetanPa99513423) July 22, 2018
জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজে পাকিস্তান 5-0 সিরিজ জেতে। একেবারে একতরফা সিরিজে পাকিস্তান ছেলেখেলা করল জিম্বাবোয়েকে নিয়ে। পারিশ্রমিক না পাওয়ায় জিম্বাবোয়ের প্রথম সারির তারকা ক্রিকেটাররা এই সিরিজে নবা খেলায় পাকিস্তান কার্যত বি দলের বিরুদ্ধে সিরিজ খেলল। এই সিরিজে পাকিস্তানের নায়ক ফকহর জামান। সিরিজের চতুর্থ ম্যাচে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডবল সেঞ্চুরি করেন ফকহর। পাশাপাশি গতকাল, সিরিজের শেষ ম্যাচে দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডে-তে এক হাজার রান পূর্ণ করেন 18টা ওয়ানডে খেলা ফকহার।