Listen to the latest songs, only on JioSaavn.com
 

অজিঙ্ক রাহানের "বড়া পাও" এর অপশনে কোনটা বাছলেন সচিন?

Updated: 11 January 2020 17:29 IST

বড়া পাও খাওয়ার একটি ছবি শুক্রবার শেয়ার করেছিলেন, ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Sachin Tendulkars Reply On Ajinkya Rahanes "Vada Pav"question Tweet Wins Over Internet
বড়া পাও খাওয়ার একটি ছবি শুক্রবার শেয়ার করেছিলেন, ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে © Twitter

বড়া পাও খাওয়ার একটি ছবি শুক্রবার শেয়ার করেছিলেন, ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। পোস্টে রাহানে তার ভক্তদের জিজ্ঞেস করেছিলেন বড়া পাও কিভাবে খেতে পছন্দ করবেন তারা?বড়া পাও চায়ের সঙ্গে? বড়া পাও চাটনি দিয়ে বা শুধুই বড়া পাও। কিছুক্ষণের মধ্যেই রাহানের টুইটে নিজের পছন্দের কথা খোলসা করেন সচিন তেন্ডুলকর। যেখানে তিনি লেখেন, " আমি আমার বড়া পাও, লাল চাটনি, হালকা সবুজ চাটনি আর কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে জমিয়ে খেতে পছন্দ করি।"

ভক্তরা সচিন তেন্ডুলকরের এই উত্তরে দারুণ খুশি হয়েছেন। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানের জন্য হৃদয় ছোঁয়া  মেসেজও এই পোস্ট ভরিয়ে দেন তারা।

আগেই তেন্ডুলকর জানিয়েছিলেন যে তিনি ঝাল ঝাল বড়া পাও খেতে খুব ভালোবাসেন ।" আমি এবং আমার ছেলে অর্জুন দুজনেই শিবাজী পার্কের জিমখানায় খেতে খুব ভালোবাসি। চাটনির সঙ্গে বড়া পাও যদি পাওয়া যায়, এর থেকে ভালো কিছু নেই। ২০১১ এ একটি মারাঠি নিউজ চ্যানেলে সাক্ষাৎকারের সময় এই কথা জানিয়েছিলেন সচিন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে রয়েছেন রাহানে।

নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ  এবং দুটি টেস্ট খেলবে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই টেস্ট খেলবে ভারত। পয়েন্ট তালিকায় সাতটি ম্যাচের সাতটিতেই জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে রয়েছে।

Comments
হাইলাইট
  • টুইটারে একটি ছবি শেয়ার করেন অজিঙ্ক রাহানে
  • বড় পাওয়ের সঙ্গে কী খেতে ভালোবাসেন, ভক্তদের জিজ্ঞেস করেন রাহানে
  • রাহানের পোস্টে সচিনের জবাব ইন্টারনেটে মন জয় করে
সম্পর্কিত খবর
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৫০ লাখ অনুদান সচিন তেন্ডুলকরের
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৫০ লাখ অনুদান সচিন তেন্ডুলকরের
লকডাউনের সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন সচিন তেন্ডুলকরের
লকডাউনের সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন সচিন তেন্ডুলকরের
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেফ হ্যান্ডস চ্যালেঞ্জে অংশ নিলেন সচিন তেন্ডুলকর
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেফ হ্যান্ডস চ্যালেঞ্জে অংশ নিলেন সচিন তেন্ডুলকর
১৬ই মার্চ সচিন তেন্ডুলকর সেই অবিশ্বাস্য রেকর্ড করেছিলেন যা কেউ ভাঙতে পারেনি
১৬ই মার্চ সচিন তেন্ডুলকর সেই অবিশ্বাস্য রেকর্ড করেছিলেন যা কেউ ভাঙতে পারেনি
করোনাভাইরাসের কারণে এ বার লিজেন্ডদের ম্যাচ হবে খালি স্টেডিয়ামে
করোনাভাইরাসের কারণে এ বার লিজেন্ডদের ম্যাচ হবে খালি স্টেডিয়ামে
Advertisement