
এক বছর আগেই জানা গিয়েছিল ক্যান্সারে আক্রান্ত রুথ স্ট্রস। এক বছরের মধ্যেই মৃত্যু হল তাঁর। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও ইংল্যান্ড বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন অ্যান্ড্রু স্ট্রস। কিন্তু ২০১৭তে স্ত্রীর ক্যান্সার ধরা পড়ার পর পরিবারকে সময় দিতে বোর্ডের দায়িত্ব ছাড়েন তিনি। কিন্তু শনিবার তঁর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল রুথ স্ট্রসের মৃত্যু সংবাদ। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৪৬। ফুসফুসে ক্যান্সার হয়েছিল তাঁর। তিনি মৃত্যুকালে ছিলেন অস্ট্রেলিয়ার তাঁর নিজের দেশে।
গত বছর ডিসেম্বরে অ্যাশেজ চলার সময় রুথের ক্যান্সার ধরা পড়ে। এর পরই এই বছরের শুরুতে স্ত্রীর চিকিৎসার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ান স্ট্রস।
অ্যান্ড্রু ও রুথ স্ট্রসের পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‘যারাও রুথের সঙ্গে কথা বলেছেন তারা জানেন ও কতটা মিশুকে ছিল। পরিবারের প্রতি নজর ছিল সব সময়। এই সময় তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখানেই তাঁর জন্ম। তাঁর সঙ্গে তাঁর কাছের মানুষরা সকলেই ছিলেন।''
রুথের নামে ক্যান্সার আক্রান্তদের জন্য ফাউন্ডেশন শুরু করার কথাও জানানো হয়েছে। তিনিই চেয়েছিলেন এই রোগে আক্রান্তদের সাহায্য করতে। এই ফাউন্ডেশন রোগি ও তার পরিবারকে সাহায্য করবে।