
ঋষভ পন্থ (Rishabh Pant) ও বিরাট কোহলি (Virat Kohli) হাফ সেঞ্চুরির দাপটে শেষ টি২০তে ভারত সাত উইকেটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ফর্মেও ফিরলেন ঋষভ পন্থ। ৪২ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। প্রথম দুটো টি২০তে বড় রান তো পানইনি বরং খারাপ শট নিয়ে আউট হয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু তাঁকে এমএস ধোনির (MS Dhoni) বিকল্প ভাবা হচ্ছে। এই সিরিজে তিনিই একনম্বর উইকেট কিপার। সেখানে এই ইনিংস তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যে ইনিংস দিয়ে তিনি বেঙে ফেললেন ধোনির রেকর্ড। কোনও ভারতীয় উইকেট কিপার হিসেবে টি২০তে সর্বোচ্চ রানের রেকর্ড করে ফেললেন এমএস ধোনিকে পিছনে ফেলে। ধোনির রান ছিল ৫৬। ২০১৭তে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটে ১৪৬ রান তুলেছিল প্রথমে ব্যাট করে। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফিরে গেলে তিন ও চার নম্বরে নেমে বিরাট কোহলি ও ঋষভ পন্থ ভারতের ইনিংসের হাল ধরেন। জুটিতে তাঁরা ১০৬ রান তোলেন। মঙ্গলবারের জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০তে সিরিজ জিতে নেয় ভারত। এই ফর্ম্যাটে এই নিয়ে টানা ছ'টি হারের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ।
ঋষভ পন্থের মধ্যে ভবিষ্যৎ দেখছে ভারত, সিরিজ জিতে বললেন বিরাট কোহলি
পেসার ওশানে থমাস ও স্পিনার ফাবিয়ান অ্যালেনের বলে ২৭ রানে পাঁচ ওভারে ভারতের দুই ওপেনার ফিরে যান। কিন্তপু তার পর পন্থ আর কোহলি মিলে বাকি কাজটি করে দেন। ভারতকে জয় এনে দেন। ম্যাচ শেষ করেন পন্থ। ছক্কা হাঁকিয়ে জয় এনে দেন তিনি। এমনটা ধোনিকে একাধিকবার করতে দেখা গিয়েছে। তা হলে কী ধোনির যোগ্য উত্তরসূরি পন্থই? ভারত ১৫০-৩-এ শেষ করেন।
West Indies Vs India, 3rd T20: ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত
বিরাট কোহলি ম্যাচের পর বলেন, ‘‘আমরা ঋষভ পন্থকে ভবিষ্যৎ হিসেবে দেখছি। ওর মধ্যে স্কিল আর প্রতিভা রয়েছে। তবে ওকে কিছুটা স্পেস দিতে হবে, ওর উপর বেশি চাপ দিলে চলবে না। ও যখন থেকে শুরু করেছে তার পর থেকে অএকটা পথ পেরিয়ে এসেছে। আমরা দল হিসেবে পেশাদার হয়ে উঠতে চাইছি। ওডিআই ও টেস্টেও দল হিসেবে উপভোগ করতে চাইছি।''