Listen to the latest songs, only on JioSaavn.com
 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন Shikhar Dhawan: রিপোর্ট

Updated: 21 January 2020 20:27 IST

Shikhar Dhawan নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারছেন না হাতের চোটের জন্য।

New Zealand vs India: Shikhar Dhawan Ruled Out Of T20I Series In New Zealand Due To Shoulder Injury: Report
Shikhar Dhawan ফিল্ডিং করার সময় রবিবার হাতে চোট পান © টুইটার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছিলেন Shikhar Dhawan। যার ফলে সেই ম্যাচে ব্যাট করতেও নামতে পারেননি তিনি। স‌ন্দেহটা ছিলই। রিপোর্ট বলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে খেলা হচ্ছে না ধাওয়ানের। ২৪ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাটিতে শুরু হবে সিরিজ। সোমবারই Indian Cricket Team উড়ে গিয়েছে অকল্যান্ডে। সেই দলের সঙ্গে যাননি ধাওয়ান। যদিও নির্বাচকরা এখনও তাঁর পরিবর্তের নাম ঘোষণা করেননি। ফাইনাল ম্যাচে অ্যারন ফিঞ্চের শট বাঁচাতে গিয়ে বাঁ হাআতে চোট পান তিনি। ম্যাচ শেষে বিসিসিআই-এর ম্যানেজার জানিয়েছিলেন, ধাওয়ানের স্ক্যান রিপোর্ট খতিয়ে দেখছে বোর্ডের মেডিক্যাল টিম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে বিসিসিআই-এর মিডিয়া ম্যানেজান সাংবাদিকদের জানান, ‘‘শিখরের স্ক্যান হয়েছে। মেডিক্যাল টিম সেটা দেখছে। পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে। তার পরই সিদ্ধান্ত নেওয়া হবে ওর যাওয়া নিয়ে।''

এখানেই শেষ নয়, সোমবার ভারতীয় শিবির ধাক্কা খেয়েছে ইশান্ত শর্মার চোটেও। ফাস্ট বোলার ইশান্ত শর্মা দিল্লিতে রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পান।

দিল্লির টিম ম্যানেজমেন্টের সদস্য পিটিআইকে জানিয়েছিলেন, ‘‘ইশান্তের গোড়ালিতে চোট লেগেছে। এই মুহূর্তে সেটার অবস্থা বেশ খারাপ। এই ম্যাচে ওকে নামিয়ে আর ঝুঁকি নিতে চাইছি না। আশা করব ভাঙেনি।''

বিসিসিআই যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও ওডিআই ও টেস্ট দল ঘোষণা করেনি। যেখানে ইশান্তের সুযোগ পাওয়াটা অনিবার্য ছিল। যিনি ছয় টেস্টে ২৫ উইকেট নিয়েছেন। মনে করা হচ্ছে টেস্ট সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।

নিউজিল্যান্ডে ভারত পাঁচটি টি২০ সিরিজ, তিনটি ওডিআই ও দু'টি টেস্ট সিরিজ খেলবে। দুটো পাঁচ দিনের ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সাত ম্যাচে সাতটি জিতেই ভারতের পয়েন্ট এখন ৩৬০।

Comments
হাইলাইট
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান
  • সোমবার দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাননি শিখর ধাওয়ান
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হাতে চোট পান ধাওয়ান
সম্পর্কিত খবর
হোলির শুভেচ্ছা জানাতে ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে টুইট শিখর-হরভজনের
হোলির শুভেচ্ছা জানাতে ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে টুইট শিখর-হরভজনের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরলেন হার্দিক পাণ্ড্যে ও শিখর ধাওয়ান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরলেন হার্দিক পাণ্ড্যে ও শিখর ধাওয়ান
এশিয়া একাদশে বিরাট কোহলিসহ ছয় ভারতীয়: রিপোর্ট
এশিয়া একাদশে বিরাট কোহলিসহ ছয় ভারতীয়: রিপোর্ট
Valentines Day: নিজের ‘‘এক ও একমাত্রর সঙ্গে’’ ছবি শেয়ার করলেন শিখর ধাওয়ান
Valentine's Day: নিজের ‘‘এক ও একমাত্রর সঙ্গে’’ ছবি শেয়ার করলেন শিখর ধাওয়ান
KL Rahul ১২ নম্বর হিসেবেও সেঞ্চুরি করতে পারে, বললেন শিখর ধাওয়ান
KL Rahul ১২ নম্বর হিসেবেও সেঞ্চুরি করতে পারে, বললেন শিখর ধাওয়ান
Advertisement