India vs South Africa: ‘‘খাঁটি ভারতীয় কিংবদন্তির সঙ্গে’’ ছবি টুইট রবি শাস্ত্রীর

Updated: 22 October 2019 13:12 IST

India vs South Africa: চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পরেই শেষ হয়ে যায়। ভারতীয় ড্রেসিং রুমে আসেন মাহি। রাঁচির ঘরের ছেলে তিনি।

Ravi Shastri Poses For Picture With MS Dhoni, Calls Him "True Indian Legend", Picture Goes Viral
ছবিতে রবি শাস্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। © Twitter

ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) টুইট করলেন একটি ছবি। সেই ছবিতে রবি শাস্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করে ৩-০ সিরিজ (India vs South Africa 2019) জয় সম্পূর্ণ করল ভারত। আর সেই জয়ের পরেই দেখা গেল এই ছবি। রবি শাস্ত্রী ছবির সঙ্গে ক্যাপশনে ল‌েখেন, ‘‘দুরন্ত সিরিজ জয়ের পরে এক সত্যিকারের ভারতীয় কিংবদন্তির সঙ্গে তাঁরই ডেরায় দেখা হয়ে দারুণ লাগল।'' সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পরেই শেষ হয়ে যায়। ভারতীয় ড্রেসিং রুমে আসেন মাহি। রাঁচির ঘরের ছেলে তিনি। তাঁকে ভারতীয় ড্রেসিং রুমে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই আর মাঠে দেখা মেলেনি ধোনির।

India Vs South Africa 3rd Test: এক ইনিংস ও ২০২ রানে জিতে সিরিজে ৩-০ জয় ভারত

ভক্তদের উচ্ছ্বাসের নমুনা রবি শাস্ত্রীর টুইটের নীচে কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে। একজন লেখেন, ‘‘দারুণ ছবি স্যার! সত্যিই কিংবদন্তি।'' অন্য একজন লেখেন, ‘‘ওঁকে দলেও ফিরিয়ে আনুন রবি স্যার।''

আর একজন লেখেন, ‘‘ক্যাপ্টেন কুল কাম ব্যাক।''

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন কিনা তা বিরাট কোহলির হাতেই ছাড়লেন Sourav Ganguly

গত জুলাই মাসে ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যায় ভারত। নিউজিল্যান্ডের কাছে হারার পরে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নেন মাহি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি২০ ম্যাচে অংশ নেননি তিনি। পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি২০ সিরিজেও খেলতে নামেননি মহেন্দ্র সিংহ ধোনি।

এর আগে বিসিসআই একটি ছবি শেয়ার করে। সেই ছবিতে দেখা যাচ্ছে  ভারতীয় ড্রেসিংরুমে স্থানীয় নায়ক শাহবাজ নাদিমের সঙ্গে কথা বলছেন ধোনি। প্রথম টেস্ট খেলতে নেমে চমকে দিয়েছেন নাদিম। আহত কুলদীপ যাদবের জায়গায় তিনি জাতীয় দলে আসেন। ম্যাচে তিনি চারটি উইকেট পেয়েছেন। খেলার একেবারে অন্তিম পর্যায়ে পরপর দু'বলে দুই উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচে যবনিকা নামিয়ে দে‌ন।

সেই ছবির তলায় এক ভক্ত উচ্ছ্বসিত হয়ে জানান, ‘‘হে ভগবান! দেখুন উনি ফিরে এসেছেন যেখানে উনি ছিলেন। ড্রেসিং রুমে! মাহি!'' অনেকেই কমেন্ট করে জানান, মহেন্দ্র সিংহ ধোনি কীভাবে নতুনদের পরামর্শ দেন।

রাঁচিতে জয়লাভের পরে ভারত ৩-০ সিরিজ জিতল। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচেই জয় পেয়েছে ভারত।

Comments
সম্পর্কিত খবর
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
ক্রিকেট ব্যাটের পরিবর্তে এমএস ধোনির হাতে এখন টেনিস র‍্যাকেট
ক্রিকেট ব্যাটের পরিবর্তে এমএস ধোনির হাতে এখন টেনিস র‍্যাকেট
এমএস ধোনি আর কুলদীপ যাদবের সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন Yuzvendra Chahal
এমএস ধোনি আর কুলদীপ যাদবের সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন Yuzvendra Chahal
ঋষভের বিশ্রী ভুলে স্টাম্পিং হাতছাড়া, টুইটারে মিমের বন্যা
ঋষভের বিশ্রী ভুলে স্টাম্পিং হাতছাড়া, টুইটারে মিমের বন্যা
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ধারাভাষ্যে অভিষেক হচ্ছে না ধোনির: রিপোর্ট
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ধারাভাষ্যে অভিষেক হচ্ছে না ধোনির: রিপোর্ট
Advertisement