
সেমিফাইনালেই থমকে গিয়েছে বিশ্বজয়ের স্বপ্ন। তবু, বিশ্বকাপের (World Cup 2019) আপাত ব্যর্থতা সত্ত্বেও রবি শাস্ত্রীর (Ravi Shastri) প্রতি বিশ্বাস এখনও অটুট বিসিসিআই-এর (BCCI)। কেবল বোর্ড নয়, অধিনায়ক বিরাট কোহলিসহ (Virat Kohli) ভারতীয় দলের অনেকেই পাশে দাঁড়াচ্ছেন বর্তমান কোচের। তাঁরা চাইছেন রবি শাস্ত্রীই থাকুন তাঁদের কোচের পদে। এক বিসিসিআই আধিকারিক NDTV-কে জানাচ্ছেন, ‘‘রবি এই দলের জন্য যা করেছে সব ঠিক। ওরা টেস্টে ১ নম্বর। ওয়ান ডে-তেও ওরা ২ নম্বর। ইংল্যান্ডের আগে ওরাই প্রথমে ছিল। একটা খারাপ ম্যাচেই কেউ খারাপ কোচ হয়ে যায় না। ও যদি আবার আবেদন করে, ওই প্রাধান্য পাবে।''
বিসিসিআইয়ের থেকে ৮ কোটি টাকারও বেশি রোজগার করা রবি শাস্ত্রীর আশা তাঁকে আবারও সুযোগ দেওয়া হবে। এদিকে বোলিং কোচ ভরত অরুণও আবেদন করবেন।
কোচসহ বিভিন্ন পদে নতুন নিয়োগ বোর্ডের, আবেদন না জানিয়েই সেই তালিকায় শাস্ত্রীরা
ভারতীয় দলের প্রধান কোচ বেছে নেওয়ার দায়িত্ব ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বা সিএসি-র। বর্তমানে কমিটির শীর্ষে রয়েছেন কপিল দেব। অংশুমান গায়কোয়াড এবং শান্থা রঙ্গস্বামীও কমিটিতে রয়েছেন।
সিএসি প্রধান কোচকে বেছে নেবে। এবং বাকি কোচদের নির্বাচনের ক্ষেত্রেও পরামর্শ করবে ভারতীয় নির্বাচকদের সঙ্গে।
আইসিসির একদিনের র্যাঙ্কিং শীর্ষে বিরাট, রোহিত ও বুমরাহ
বিসিসিআই মঙ্গলবার সাতটি পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। প্রধান কোচ ছাড়া বাকি পদগুলি হল— ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও প্রশাসনিক ম্যানেজার। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই।
বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীসহ (Ravi Shastri) সমস্ত সাপোর্ট স্টাফদের মেয়াদ ৪৫ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত তিনটি করে টি২০ ও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। টেস্ট হবে দু'টি। সব মিলিয়ে প্রায় মাসখানেকের সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকতে হবে ভারতকে। সফর শুরু ৩ আগস্ট। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। দেশের মাঠে প্রোটিয়াদের এই সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিরাট কোহলিকে কেবল টেস্টের জন্য অধিনায়ক রেখে দিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের জন্য অধিনায়ক করে দেওয়া হতে পারে।