
মঙ্গলবার বিসিসিআই (BCCI) তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-কে (Prithvi Shaw) ডোপিং করার কারণে আট মাসের জন্য সাসপেন্ড করেছে। পৃথ্বী (Prithvi Shaw) নিজের টুইটার হ্যান্ডলে এবিষয়ে একটি বিস্তৃত টুইট করেছেন। অনিচ্ছাকৃত ভাবে একটি নিষিদ্ধ বস্তু সেবন করেছিলেন পৃথ্বী, যা ছিল একটি কাশির সিরাপের মধ্যে। একথা জানিয়ে তিনি টুইটে লেখেন, ‘‘আমি আমার ভাগ্যকে মেনে নিচ্ছি আন্তরিকতার সঙ্গে।'' সাসপেন্ড হওয়ার খবরে হতাশ পৃথ্বী জানান, তাঁর আশা তাঁর ব্যানের ব্যাপারটি অন্য অ্যাথলিটদের ওষুধ কেনার সময় আরও সচেতন করবে। বিসিসিআইয়ের পেশ করা সংবাদমাধ্যম বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পৃথ্বীর আট মাসের ব্যান এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৬ মার্চ থেকে শুরু হয়ে সেটি কার্যকর থাকবে ১৫ নভেম্বর পর্যন্ত।
ডোপিংয়ের জন্য আট মাস নির্বাসিত পৃথ্বী শ
— Prithvi Shaw (@PrithviShaw) July 30, 2019
বিসিসিআই এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘‘বিসিসিআইয়ের অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রাম অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচের জন্য শ একটি মূত্রের নমুনা জমা দিয়েছিলেন ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি ইন্দোরে। পরে তাঁর নমুনায় টার্বুটালাইন পাওয়া গিয়েছে। টার্বুটালাইন একটি এমন বস্তু যা WADA-র নিষিদ্ধ বস্তুর তালিকা অনুযায়ী ঘরে ও বাইরে, দুই প্রতিযোগিতাতেই নিষিদ্ধ।''
একাধিক মহিলার সঙ্গে ‘চ্যাট'-এর কথা মেনে নিয়ে ক্ষমা চাইলেন পাক ওপেনার ইমাম-উল-হক
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘‘গত ১৬ জুলাই পৃথ্বী শকে অভিযুক্ত করা হয় অ্যান্টি-ডোপিং রুল ভায়োলেশন (ADRV) কমিশনের দ্বারা BCCI Anti-Doping Rules (ADR)-এর ২.১ ধারা অনুযায়ী এবং বিচার না হওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে সাসপেন্ড করা হয়। পৃথ্বী শ ADRV-র অভিযোগে সাড়া দেন ও জানান এটা অনিচ্ছাকৃত। সর্দির জন্য কাশির সিরাপ খেয়েই এটা হয়েছে।''