Listen to the latest songs, only on JioSaavn.com
 

দশ বছর পর পাকিস্তানের মাটিতে হবে টেস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Updated: 14 November 2019 15:59 IST

এর আগে ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর শ্রীলঙ্কা পাকিস্তানে গিয়ে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলে গিয়েছিল।

Pakistan To Host Test Series At Their SoilHome After More Than 10 Years
প্রথম টেস্ট ১১-১৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। © এএফপি

পাকিস্তান (Pakistan) তাদের মাটিতে শ্রীলঙ্কার (Pakistan To Host Sri Lanka) সঙ্গে দুই টেস্টের সিরিজ আয়োজন করবে আগামী ডিসেম্বরে। বৃহস্পতিবার একথা জান‌িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এই দু' টেস্ট খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। প্রথম টেস্ট ১১-১৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট করাচির জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯-১৩ ডিসেম্বর। এই সিরিজ পাকিস্তানের ক্রিকেট ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০ বছর পরে দেশের মাটিতে টেস্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। ২০০৯ সালে পাক সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলা হয়। তারপর থেকেই সেদেশে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। পাকিস্তান তাদের ঘরোয়া ম্যাচগুলি খেলেছে সংযুক্ত আরব আমিরশাহির মাঠে।

গ্লেন ম্যাক্সওয়েলের ক্রিকেট থেকে বিশ্রামে সমর্থন Virat Kohli

পিসিবির পক্ষে সংবাদমাধ্যমে যে বিবৃতি পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘‘আসলে শ্রীলঙ্কার অক্টোবরে টেস্ট খেলার কথা ছিল। পরে ডিসেম্বরে এসে সাদা বলের ক্রিকেটে অংশ নেওয়ার কথা ছিল ওদের। কিন্তু সেটি পরিবর্তন করে ওদের সুযোগ টেস্ট ভেন্যুতে খেলার আগে পরিস্থিতি মূল্যায়নের জন্য।''

পাক ক্রিকেট বোর্ডের কর্তা জাকির খান বলেন, ‘‘এটা পাকিস্তান ক্রিকেটের জ‌ন্য দারুণ খবর। এবং বিশ্বের যে কোনও দেশের মতো নিরাপদ হওয়ার প্রমাণ। আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে কৃতজ্ঞ দীর্ঘ ফর্ম্যাটের খেলার জন্য তাদের দল এদেশে পাঠানোয় সম্মত হওয়ার জন্য। এটি পিসিবির প্রচেষ্টায় তাৎপর্যপূর্ণ অবদান রাখবে এবং নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজনের সুযোগ করে দেবে। নতুন দর্শক ও তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে সাহায্য করবে।''

আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি: Deepak Chahar

শ্রীলঙ্কা ক্রিকেটের চিফ এগজিকিউটিভ অ্যাশলে ডিসিলভা জানিয়েছেন, ‘‘আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি আমাদের পাকিস্তানে প্রত্যাবর্তনের ব্যাপারটি। আমাদের আগের সফরের উপরে নির্ভর করে আমরা নিশ্চিত হয়েছি টেস্ট ক্রিকেটের জন্য ওখানকার পরিবেশ সঠিক ও উপযুক্ত।''

এর আগে ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর শ্রীলঙ্কা পাকিস্তানে গিয়ে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলে গিয়েছিল।

Comments
হাইলাইট
  • শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টের সিরিজ আয়োজন করবে পাকিস্তান
  • এই দু’ টেস্ট হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ
  • করাচি ও রাওয়ালপিন্ডিতে খেলা হবে টেস্ট দু’টি
সম্পর্কিত খবর
শাহিদ আফ্রিদিকে কেন সমর্থন করেছেন যুবরাজ সিং ও হরভজন সিং, প্রশ্ন টুইটারে
শাহিদ আফ্রিদিকে কেন সমর্থন করেছেন যুবরাজ সিং ও হরভজন সিং, প্রশ্ন টুইটারে
পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে ছক্কার ভিডিও পোস্ট করলেন হরভজন সিং
পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে ছক্কার ভিডিও পোস্ট করলেন হরভজন সিং
পাকিস্তানের ক্রিকেটাররা চারটি টি২০ লিগে খেলার ছাড়পত্র পাবেন: পিসিবি
পাকিস্তানের ক্রিকেটাররা চারটি টি২০ লিগে খেলার ছাড়পত্র পাবেন: পিসিবি
করোনাভাইরাস আতঙ্কে এ বার টি২০ এশিয়া কাপের আকাশেও মেঘ
করোনাভাইরাস আতঙ্কে এ বার টি২০ এশিয়া কাপের আকাশেও মেঘ
নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়
নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়
Advertisement