
ইতিহাস লিখলেন ইয়াসির শাহ। বিশ্ব ক্রিকেটের দ্রুততম ২০০ টেস্ট উইকেট নিলেন তিনি। ভাঙলেন ৮২ বছর আগের রেকর্ড। আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থদিনের ঘটনা। প্রথম দুই ম্যাচে ইয়াসির শাহ মোট ২২ উইকেট নিয়েছিলেন। তিন ম্যাচের সিরিজের এটিই শেষ টেস্ট। প্রথম টেস্ট নিউজিল্যান্ড জিতে নিয়েছিল চার রানে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানে জিতে নেয় পাকিস্তান। নির্ণায়ক টেস্টে এই বিশ্ব রেকর্ড করে ফেললেন এই লেগ স্পিনার। এই মাইলস্টোনে পৌঁছলেন তাঁর ৩৩তম টেস্টে যখন তিনি উইল সামারভিলকে এলবিডব্লু আউট করলেন।
এর সঙ্গে ইয়াসির ছাপিয়ে গেলেন ১৯৩৬ সালে করা এক রেকর্ডকে। যা করেছিলেন এক অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে এই রেকর্ড করেছিলেন। তিনি ৩৬ টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন। আর ইয়াসির নিলেন ৩৩ টেস্টে।
দ্বিতীয় টেস্টে ইয়াসিরের ১৪ উইকেটের দাপটে পাকিস্তান টেস্টে সমতায় ফিরেছিল। এখনও পর্যন্ত তিন টেস্টে ইয়াসিরের উইকেট ২৭।
দ্বিতীয় টেস্টে ইয়াসিরের ১৮৪ রানে ১৪ উইকেট পাকিস্তানের সেরা দ্বিতীয় ইনিংস। তাঁর আগে রয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ১১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ১৯৮২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে লাহৌরে এই রেকর্ড করেছিলেন তিন।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি চেতেশ্বর পূজারার
উসমান খোয়াজার ফ্লাইং ক্যাচই দিনের সেরা মুহূর্ত
আবু ধাবি টেস্ট ইয়াসির শুরু করেছিলএন ৩২ টেস্টে ১৯৫ উইকেট নিয়ে। প্রথম দিনই তিন উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে নেমে রেকর্ড করলেন ইয়াসির।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হওয়ার পর থেকে পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সেই সিরিজে দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন ইয়াসির। তার পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে নিয়েছিলেন আরও ১৫ উইকেট।
২০১৫তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪ উইকেট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। উইকেট নেওয়া কখনও থামেনি ইয়াসিরের। নয় টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি। ১৭ টেস্টে পৌঁছন ১০০ উইকেটে।