Listen to the latest songs, only on JioSaavn.com
 

করোনাভাইরাস আতঙ্কে এ বার টি২০ এশিয়া কাপের আকাশেও মেঘ

Updated: 26 March 2020 13:41 IST

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আগেই জানিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যাবে না কিন্তু অন্য ভেন্যুতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি।

Coronavirus: Cloud Over Asia Cup T20 With No ACC Meeting Lined Up
কোভিড-১৯-এর জন্য এ বার এশিয়া কাপ টি২০-ও সঙ্কটে © এএফপি

ইতিমধ্যেই কোভিড-১৯-এর কারণে বিশ্ব জুড়ে বাতিল হয়েছে বড় বড় ইভেন্ট। বছরের সর্বোচ্চ ইভেন্ট অলিম্পিক্স পিছিয়ে গিয়েছে এক বছর। স্থগিত রাখা হয়েছে ক্রিকেটের সব রকমের সিরিজ। মাঝ পথেই ভারত থেকে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই অবস্থায় সমস্যায় এশিয়া কাপ টি২০ (Asia Cup T20) আয়োজন। করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থগিত করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) মিটিং। এ বারের এশিয়া আয়োজনের দায়িত্ব রয়েছে পাকিস্তানের উপর। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেওয়ার পর নিরপেক্ষ ভেন্যু বেছে নেওয়ার কথা রয়েছে পাকিস্তানের। যা এই মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়ার সম্ভাবনাই বেশি। 

কোভিড-১৯-এর জন্য আইসিসি এই মাসে তাদের মিটিং বাতিল করে। এবং সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসি মিটিংয়ের ফাঁকেই এই নিয়ে আলোচনা সেরে ফেলা হবে। তবে আপাতত আইসিসি মিটিং হবে ভিডিও লিঙ্কের মাধ্যমে। 

এসিসি মিটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যখন পরিষ্কার করে দিয়েছিলেন ভারত কোনওভাবেই পাকিস্তান‌ে খেতে যাবে না এশিয়া কাপ খেলতে। সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপের। তিনি জানিয়ে দিয়েছিলেন, অন্য যে কোনও ভেন্যুতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি। 

সৌরভ এও পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তান এশিয়া কাপ যে কোনও ভেন্যুতে আয়োজন করলে বিসিসিআই-এর কোনও আপত্তি থাকবে না। 

পাকিস্তান এর সঙ্গে এসিসি এক্সিকিউটিভ বোর্ডের কাছে এই আবেদন রেখেছিল, যদি নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা হয় তাদের যাতে এশিয়া কাপ টি২০র কিছু ম্যাচ যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ গুলো দেশের মাটিতে আয়োজন করার সুযোগ দেওয়া হয়।

সূত্রের খবর, ‘‘পিসিবি ক্রমশ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা করছে তাতে এশিয়া কাপের কিছু ম্যাচ তারা দেশের মাটিতে আয়োজন করার অনুমতিও পেতে পারে।''

Comments
হাইলাইট
  • এশিয়া কাপ টি২০ আয়োজনের দায়িত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ড
  • করোনাভাইরাসের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং বাতিল করা হয়
  • ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে তা নিশ্চিত করে দেওয়া হয়েছে
সম্পর্কিত খবর
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
গৃহবন্দি অবস্থায় কীভাবে নিজের ফিটনেসের খেয়াল রাখছেন হার্দিক পাণ্ড্যে, দেখুন
গৃহবন্দি অবস্থায় কীভাবে নিজের ফিটনেসের খেয়াল রাখছেন হার্দিক পাণ্ড্যে, দেখুন
লকডাউনে ঘরের মেঝে পরিষ্কার বুমরাহর, জানালেন কেন দু’বার করে করছেন
লকডাউনে ঘরের মেঝে পরিষ্কার বুমরাহর, জানালেন কেন দু’বার করে করছেন
ভারতকে বিশ্বকাপ জেতানো যোগিন্দর শর্মাকে করোনা-লড়াইয়ে কুর্নিশ আইসিসির
ভারতকে বিশ্বকাপ জেতানো যোগিন্দর শর্মাকে করোনা-লড়াইয়ে কুর্নিশ আইসিসির
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে ৫১ কোটির অনুদান
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে ৫১ কোটির অনুদান
Advertisement