Listen to the latest songs, only on JioSaavn.com
 

কোহলির টুইট ঘিরে ধোনির অবসরের জল্পনা, কী জানালেন প্রধান নির্বাচক

Updated: 12 September 2019 19:16 IST

ভারত অধিনায়কের একটি টুইট ঘিরে ধোনির (MS Dhoni) অবসর নিয়ে ‌নতুন করে গুঞ্জন শোনা গেল। এই জল্পনাকে অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

MS Dhonis Retirement News Is Incorrect, Says Chief Selector MSK Prasad
বিশ্বকাপের শেষে সাময়িক ভাবে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন মাহি। © এএফপি

মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অবসর নিয়ে জল্পনা নতুন কিছু নয়। বিশেষত বিশ্বকাপের সেমিফাইনালে কোহলি (Virat Kohli) বাহিনীর পরাজয়ের পর থেকেই ধোনির অবসর নিয়ে নানা কথা শোনা গিয়েছে। বৃহস্পতিবার ভারত অধিনায়কের একটি টুইট ঘিরে ধোনির (Dhoni) অবসর নিয়ে ‌নতুন করে গুঞ্জন শোনা গেল। বছর তিনেক আগে টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে এক ম্যাচের স্মৃতিকারণ করেন কোহলি। সেই ম্যাচে ধোনির সঙ্গে তাঁর জুটি গড়ার কথা বলেছিলেন তিনি। আর সেই টুইট থেকেই অনেকে মনে করতে শুরু করেন, এটা সম্ভবত ধোনিকে বিদায় জানানোর টুইট। এবার অবসর গ্রহণ করবেন মাহি। যদিও এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

যে ম্যাচের কথা বলছেন কোহলি, সেটা ২০১৬ সালের ২৭ মার্চ খেলা হয়েছিল। অস্ট্রেলিয়াকে ছ'উইকেটে হারিয়ে সেই টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ভারত। কোহলিই ছিলেন সর্বোচ্চ স্কোরার। তিনি অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে দলকে জেতান। পঞ্চম উইকেটে ধোনির সঙ্গে দুরন্ত জুটি গড়ে ভারতকে জয়ের সরণিতে নিয়ে এসেছিলেন ‘কিং' কোহলি। ধোনি ১০ বলে ১৮ রানের মারকুটে ইনিংস উপহার দিয়েছিলেন। পাঁচ বল বাকি থাকতেই ভারত মোহালির সেই ম্যাচ জিতে নেয়।

ধোনির সঙ্গে বাইশ গজের এক ‘বিশেষ রাত' স্মরণ করলেন কোহলি

কোহলি তাঁর টুইটে মনে করলেন সেই ম্যাচের ‘বিশেষ রাত'-এর কথা। সেই ম্যাচে তাঁকে ফিটনেস টেস্টের মতো দৌড় করানোর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছে‌ন ধোনিকে। বিরাট কোহলি তাঁর টুইটে লেখে‌ন, ‘‘একটা খেলা যেটা আমি কখ‌নও ভুলতে পারব না। বিশেষ রাত। এই মানুষটি আমাতে ফিটনেস টেস্টের মতো দৌড় করিয়েছিল।''

প্রসাদ জানিয়েছেন, ধোনির অবসরের খবর ভুয়ো। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন টেস্টের দল ঘোষণা করার সময় তিনি জানিয়ে দেন, ‘‘এমএস ধোনির অবসর নিয়ে কোনও আপডেট নেই। এই খবর ভুল।''

দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত, বাদ পড়লেন রাহুল

বিশ্বকাপের শেষে সাময়িক ভাবে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন মাহি। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে দলে ছিলেন না তিনি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি২০ সিরিজেও দলে নেই ধোনি।

৩৮ বছরের ধোনি ২০১৯ সালের শেষবার ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলেছিলেন।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি২০ সিরিজ ধর্মশালায় শুরু হবে ১৫ সেপ্টেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলা হবে ১৮ ও ২২ সেপ্টেম্বর। এরপর শুরু হবে টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খারাপ পারফরম্যান্স করার জন্য দল থেকে বাদ পড়েছেন কেএল রাহুল। দলে এলেন তরুণ ক্রিকেটার শুবমান গিল।

এই মুহূর্তে আইসিসির টেস্ট ক্রমপর্যায়ে শীর্ষে ভারত। তাদের প্রাপ্ত পয়েন্ট ১২০।

৩ টেস্টের জন্য ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহান‌ে (সহ অধিনায়ক), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, শুবমান গিল।

Comments
হাইলাইট
  • মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে নতুন জল্পনা
  • কোহলির টুইট ঘিরে শুরু গুঞ্জন
  • এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ
সম্পর্কিত খবর
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
টি২০ বিশ্বকাপে ধোনিকে ছাড়া ভাবা সম্ভব নয় বলেই মনে করেন ওয়াসিম জাফর
টি২০ বিশ্বকাপে ধোনিকে ছাড়া ভাবা সম্ভব নয় বলেই মনে করেন ওয়াসিম জাফর
চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে মাতলেন এমএস ধোনি, দেখুন ভিডিও
চেন্নাইয়ের অনুশীলনে ফুটবলে মাতলেন এমএস ধোনি, দেখুন ভিডিও
আইপিএল স্থগিত হওয়ার পর সিএসকে-কে সাময়িক বিদায় জানালেন এমএস ধোনি
আইপিএল স্থগিত হওয়ার পর সিএসকে-কে সাময়িক বিদায় জানালেন এমএস ধোনি
Advertisement