Listen to the latest songs, only on JioSaavn.com
 

Rishabh Pant ভাঙলেন ভারতের হয়ে এমএস ধোনির উইকেটকিপিং রেকর্ড

Updated: 02 September 2019 17:52 IST

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে Rishabh Pant পাঁচটি ক্যাচ নেন। তিনটি ক্যাচ নেন দ্বিতীয় টেস্ট। যা ইতিমধ্যেই ভারতের নিয়ন্ত্রণে চলে এসেছে।

Rishabh Pant Breaks MS Dhonis Wicketkeeping Record For India
Rishabh Pant ১১ ম্যাচে ৫০ উইকেট নিলেন তিনি © এএফপি

Rishabh Pant নিজেকে সেই উচ্চতায় এখনও নিয়ে যেতে পারেননি যেখান দাঁড়িয়ে তাঁর জন্য বাজি ধরতে পারবে টিম ম্যানেজমেন্ট। এমএস ধোনির বিকল্প হয়ে উঠতে যে তাঁকে আরও অনেকটাই সময় দিতে হবে তা জানে Indian Cricket Team। কিন্তু তাঁর ব্যাটিং সেই বিশ্বকাপ থেকেই সমালোচনার মুখে। ব্যাট হাতে মোটেও ভরসা দিতে পারেননি তিনি। সেই ধারা চলছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। কিন্তু উইকেটের পিছনে তিনি কিন্তু দারুণ সফল। যেটা স্বভাবত কারও নজর পড়ে না। যদিও তিনি সবার আগে উইকেট কিপার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই MS Dhoni -র রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ পন্থ। দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন ইশান্ত শর্মার বলে ক্রেগ ব্রেথওয়েটের ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গেই ১১ টেস্টে ৫০ উইকেট নিয়ে ভারতের দ্রুততম উইকেট কিপার হয়ে গিয়েছেন তিনি। ছুঁয়ে ফেলেছেন আরও এক বিখ্যাত উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্টকে। 

এই ল্যান্ডমার্কে পৌঁছতে এমএস ধোনি নিয়েছিলেন ১৫টি টেস্ট ম্যাচ। বিশ্ব ক্রিকেটে এই তালিকার শীষে রয়েছেন তিনজন। যাঁরা ১০ টেস্টে ৫০ উইকেট নিয়েছেন। তাঁরা হয়েলন মার্ক বাউচার, জনি বেয়ারস্টো ও টিম পাইন। এই ৫০ উইকেটের মধ্যে পন্থ নিয়েছেন ৪৮টি ক্যাচ। স্টাম্পস আউট করেছেন মাত্র দু'টি। 

কপিল দেবকে ছাপিয়ে বড় রেকর্ড করলেন Ishant Sharma

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে পন্থ পাঁচটি ক্যাচ নেন। তিনটি ক্যাচ নেন দ্বিতীয় টেস্ট। যা ইতিমধ্যেই ভারতের নিয়ন্ত্রণে চলে এসেছে। চতুর্থ দিনও তাঁর ঝুলিতে আরও কিছু আসবে বলেই আশা করা হচ্ছে। আট উইকেট নিয়ে নিতে পারলেই দ্বিতীয় টেস্টও চার দিনে জিতে যাবে ভারত। টি২০, ওডিআই-এর পর টেস্ট সিরিজেও ভারত তাহলে সব ম্যাচ জিতেই দেশে ফিরতে পারবে।

তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ৪৫-২-এ। লক্ষ্য ছিল ৪৬৮ রানের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১১৭ রানে অল-আউট হয়ে গিয়েছিল। ২৯৯ রানে পিছিয়ে ছিল। কিন্তু হোম টিমকে ফলো-অন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নেমেছিল ভারত ১৬৮-৪-এ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেন বিরাট কোহলি। 

(তথ্য এএফপি)

Comments
হাইলাইট
  • টেস্ট ক্রিকেটে উইকেটের পিছনে দাঁড়িয়ে ভারতের দ্রুততম ৫০ উইকেট পন্থের
  • মাত্র ১১ টেস্টে এই রেকর্ডে পৌঁছলেন তিনি
  • ভেঙে দিলেন এমএস ধোনির রেকর্ডকে
সম্পর্কিত খবর
রঞ্জি ট্রফির ফাইনালের জন্য বাংলা দলে ঋদ্ধিমান সাহা
রঞ্জি ট্রফির ফাইনালের জন্য বাংলা দলে ঋদ্ধিমান সাহা
এশিয়া একাদশে বিরাট কোহলিসহ ছয় ভারতীয়: রিপোর্ট
এশিয়া একাদশে বিরাট কোহলিসহ ছয় ভারতীয়: রিপোর্ট
নিউজিল্যান্ড বনাম ভারত: চা-পানের বিরতিতে ভারত ৭৮/২
নিউজিল্যান্ড বনাম ভারত: চা-পানের বিরতিতে ভারত ৭৮/২
যুজবেন্দ্র চাহালের টিক টক ভিডিওতে কে এই রহস্যজনক মানুষ, দেখুন ভিডিও
যুজবেন্দ্র চাহালের টিক টক ভিডিওতে কে এই রহস্যজনক মানুষ, দেখুন ভিডিও
ঋষভ পন্থকে সুযোগ না দেওয়ায় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন Virender Sehwag
ঋষভ পন্থকে সুযোগ না দেওয়ায় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন Virender Sehwag
Advertisement