
MS Dhoni এই মুহূর্তে ক্রিকেট থেকে অনেকটাই দূরে রয়েছেন। কিন্তু খেলার জগত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারাটা নিজেকে তাঁর পক্ষে যে প্রায় অসম্ভব সেটা বুঝিয়েই দিচ্ছেন তিনি। কোনও না কোনও খেলায় মাঝে মাঝেই মেতে উঠতে দেখা যাচ্ছে তাঁকে। এ বার তিনি নেমে পড়লেন টেনিস খেলতে। রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (JSCA) টেনিস চ্যাম্পিয়নশিপে খেললেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ধোনিভক্ত। যেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সার্ভ রিটার্ন করছেন। যেখানে তিনি মেনস ডবলে খেলছেন। এর আগেও রাঁচিতে টেনিস টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে ধোনিকে। গত বছর তিনি তো কান্ট্রি ক্রিকেট ক্লাব টেনিস চ্যাম্পিয়নশিপও রাঁচিতে জিতে নিয়েছিলেন।
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ধারাভাষ্যে অভিষেক হচ্ছে না ধোনির: রিপোর্ট
আইপিএল দল চেন্নাই সুপার কিংসও ধোনির টেনিস খেলার একটি ছবি শেয়ার করেছে। যেখানে তারা ক্যাপশন দিয়েছেন, ‘‘দ্য কিং, অ্যটা ইওর সার্ভিস।'' সেই ছবিতে দেখা যাচ্ছে বল সার্ভ করছেন ধোনি।
দেখুন সেই টুর্নামেন্টে এমএস ধোনির ভিডিও ও ছবি:
The King, at your service. #WhistlePodu pic.twitter.com/c5nK9Kwr7O
— Chennai Super Kings (@ChennaiIPL) November 8, 2019
.@msdhoni and his doubles partner Sumeet clicked with their opponents after the first round earlier today.
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 8, 2019
Loving his T-shirt dedicated to Indian Army! #PicOfTheDay #MSDhoni #Dhoni pic.twitter.com/EGRmNnfOvd
Master of all sports!
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 8, 2019
This one is for all @msdhoni fans who were missing him in action. Here's your weekend delight.
Mahi is back in action, playing his first match of Tennis Championship in JSCA, Ranchi.#MSDhoni #Dhoni #RanchiDiaries pic.twitter.com/kLaLol0mU4
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঠেও ধোনির টেনিস প্রেমের নজির দেখা গিয়েছিল। সিএসকে ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে র্যাকেট দিয়ে বল মেরেই গ্যালারিতে ভক্তদের কাছে পাঠাচ্ছিলেন ধোনি। চিপক স্টেডিয়ামের ঘটনা।
"মহান নির্বাচকদের জিজ্ঞাসা করুন":ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক Yuvraj Singh
বিশ্বকাপ ২০১৯-এর পর থেকে দেশের হয়ে ক্রিকেট খেলতে দেখা যায়নি এমএস ধোনিকে। তার পর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। মনে করা হয়েছিল বিশ্বকাপের পরই অবসর নিয়ে নেবেন তিনি। কিন্তু তেমনটা হয়নি। পাশাপাশি তার পর থেকে তাঁকে খেলতেও দেখা যায়নি ভারতের হয়ে। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে ফেলেছে ভারত। চলছে বাংলাদেশ সিরিজও। কোনও দলেই দেখা যায়নি তাঁকে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হওয়ার পর বলেছিলেন, ধোনি ও নির্বাচকদের সঙ্গে ধোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। যদিও তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। ৬ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবে। সেখানে ফিরতে দেখা যেতে পারে তাঁকে বলেই মনে করা হচ্ছে।