Listen to the latest songs, only on JioSaavn.com
 

নেটে ব্যাট অদল-বদল করলেন এমএস ধোনি-বিরাট কোহলি

Updated: 01 March 2019 23:07 IST

শেষ টি০তে ভারত হারলেও ধোনি ও বিরাটের জুটিতে এসছিল ১০০ রানের পার্টনারশিপ।

MS Dhoni And His Successor Virat Kohli Once Again Displayed Their Camaraderie
মাঠের বাইরে ধোনি-কোহলির সম্পর্কের প্রভাব পড়ে খেলার মাঠে © এএফপি

প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলির মধ্যের বোঝাপড়াটা চিরকালই ভাল। সে মাঠের মধ্যে হোক বা মাঠের বাইরে। হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগে ধোনি আর বিরাট কোহলিকে দেখা গেল একে অপরের সঙ্গে দারুণ সময় কাটাতে। দু'জন একসঙ্গে প্র্যাকটিস করলেন। তার মাঝে দু'জনকে দেখা গেল ফুরফুরে মেজাজেও। সহঅধিনায়ক রোহিত শর্মা, পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও ঋষভ পন্থকেও দেখা গেল অনুশীলনে।

প্রথম ওডিআই: বিশ্বকাপের আগে পরীক্ষার মঞ্চ ভারতীয় প্লেয়ারদের জন্য

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি২০ সিরিজ হারের পর ওডিআই সিরিজ খেলতে নামছে ভারত।

শেষ টি০তে ভারত হারলেও ধোনি ও বিরাটের জুটিতে এসছিল ১০০ রানের পার্টনারশিপ। কোহলি ৩৮ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন। ২৩ বলে ৪০ রান করে আউট হন ধোনি।

দেখুন ফ্লেক্সিবল ধোনিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যা করলেন তিনি

অস্ট্রেলিয়া সফরেও ওডিআই সিরিজে দু'জনেই বড় ভূমিকা নিয়েছিলেন।  বার সামনে বিশ্বকাপ। সব সিরিজই এখন প্রস্তুতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই শেষ সিরিজ ভারতের। এখান থেকেই সঠিক কম্বিনেশন বেছে নেওয়াই লক্ষ্য টম ম্যানেজমেন্টের।

Comments
হাইলাইট
  • অনুশীলনে খোস মেজাজে পাওয়া গেল ধোনি-কোহলিকে
  • শেষ টি০তে ভারত হারলেও ধোনি ও বিরাটের জুটিতে এসেছিল ১০০ রানের পার্টনারশিপ
  • ওডিআই সিরিজেও বড় দায়িত্ব থাকেবে এই দু’জনের কাঁধে
সম্পর্কিত খবর
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
Advertisement