Oval Test: ওভাল টেস্টে সাড়ে 18 লক্ষ টাকা চ্যারিটির ঘোষণা যে সেলেবের

Updated: 07 September 2018 09:21 IST

কিংস্টন ওভালে শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টটা নেহাতই নিয়মরক্ষার

Mick Jagger to Give Charity Donations for Stand out Performances in Oval Test
ওভালে টেস্টে পাউন্ডের বর্ষা © টুইটার

কিংস্টন ওভালে শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড নিয়মরক্ষা পঞ্চম টেস্টটা হঠাত্ই পাউন্ডের বৃষ্টিতে ভিজে গেল। ওভাল টেস্টে কেউ সেঞ্চুরি করলে বা বোলার পাঁচ উইকেট নিলেই 20 হাজার ব্রিটিশ পাউন্ড চ্যারিটি করার ঘোষণা করলেন ইংল্যান্ডের বড় সেলেব মাকি জ্যাগের।

মানে ভারতীয় মুদ্রায় প্রায়  সাড়ে 18 লক্ষ টাকা চ্যারিটিতে দেওয়ার কথা ঘোষণা করলেন মিক। কোহলি বনাম রুট ব্রিগেডের মধ্যে হতে চলা হাফ সেঞ্চুরি হলে 10 হাজার পাউন্ড চ্যারিটি করার কথা ঘোষণা করলেন ব্রিটিশ অভিনেতা-গায়ক-গীতিকার মিক।

পাশাপাশি রুট-কোহলিদেরও চ্যারিটির আবেেদন করলেন। ক্রিকেটের অন্ধ ভক্ত মিক তাঁর চ্যারিটি সংস্থা 'শাইন'-এর মাধ্যমে ক্রিকেটকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অর্থ খরচ করেন। ওভাল টেস্টের আগে চ্যারিটির অর্থের কথা ঘোষণা করে এবার সাধারণ মানুষকে চ্যারিটি করার কথা আবেদন করল জ্যাগারের সংস্থা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘চান্স টু শাইন’-এর পাশে দাঁড়িয়েছেন বিখ্যাত এই ব্রিঠস গায়ক গায়ক। 'চান্স টু শাইন' নামের সংস্থা তরুণদের ক্রিকেট ট্রেনিংয়ের সুযোগ করে দেয়। বছর 13 হয়ে গেল তারা এই চ্যারিটি করে চলেছে। ইংল্যান্ডের প্রায় 15 হাজার স্কুলের 40 লক্ষ বাচ্চার দায়িত্বে এই সংস্থার কাঁধে।   

ইংল্যান্ডের ক্রিকেটের বড় ভক্ত মিক বললেন, ''আমি দুনিয়ার যেখানেই থাকি সাধারণত ইংল্যান্ডের খেলা থাকলেই ফলো করি। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজটা দারুণ হয়েছে। আসলে এই সিরিজে ক্রিকেটের জয় হচ্ছে। রুটরা সিরিজ জিতেছন। কোহলিরা দারুণ খেলেছেন। এক একটা ভাল পারফরম্যান্স দেখে তরুণ প্রজন্ম ক্রিকেটে আসতে চাইছে, আসতে চাইবে। এটা ক্রিকেটের ভবিষ্যতের ক্ষেত্রে খুব ভাল।''

1997 সালে এক ক্রিকেট ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে ছিলেন। এখনও যত ব্যস্তই থাকুন, ইংল্যান্ডের খেলা হলে মাঠে আসবেনই। তাঁর মত ক্রিকেট অন্ত প্রাণ মানুষ খুব কমই দেখা যায়। বিশ্বের সব জায়গায় ছুটে গিয়ে ম্যাচ দেখেন। অথচ তিনি বেজায় ব্যস্ত। তাঁর সময়ের দাম প্রচুর।    
 

Comments
হাইলাইট
  • সাউদামপ্টন টেস্টে ভারত হারে 60 রানে
  • বিরাট কোহলি এখনও পর্যন্ত চলতি টেস্ট সিরিজে 544 রান করেছেন
  • ওভাল টেস্ট নেহাতই নিয়মরক্ষার, কুকের শেষ ম্যাচ
সম্পর্কিত খবর
West Indies vs India 1st Test Day 4 LIVE Score: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট
West Indies vs India 1st Test Day 4 LIVE Score: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট
MS Dhoni এখন জয়পুরে, ধরা দিলেন নতুন লুকে, ভিডিও ভাইরাল
MS Dhoni এখন জয়পুরে, ধরা দিলেন নতুন লুকে, ভিডিও ভাইরাল
রোহিত, অশ্বিন টেস্টে সুযোগ না পাওয়ায় বিস্মিত Sourav Ganguly
রোহিত, অশ্বিন টেস্টে সুযোগ না পাওয়ায় বিস্মিত Sourav Ganguly
Arun Jaitley Death: জেটলির সম্মানে কালো আর্মব্যান্ড পরে নেমেছে ভারত
Arun Jaitley Death: জেটলির সম্মানে কালো আর্মব্যান্ড পরে নেমেছে ভারত
সেহবাগের মতে, Sachin Tendulkar-এর কোন রেকর্ড কোহলিও ভাঙতে পারবেন না?
সেহবাগের মতে, Sachin Tendulkar-এর কোন রেকর্ড কোহলিও ভাঙতে পারবেন না?
Advertisement