Listen to the latest songs, only on JioSaavn.com
 

বিশ্বকাপের আগে ধোনির গুরুত্ব বোঝালেন মাইকেল ক্লার্ক

Updated: 15 March 2019 23:18 IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধ শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল এমএস ধোনিকে।

Michael Clarke Reminds MS Dhonis Importance Before World Cup
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে খেলেছিলেন ধোনি © এএফপি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল MS Dhoni-কে। যে সিরিজ ২-৩-এ হেরে গিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ তিন ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে।  বিশ্বকাপের আগে শেষ ৫০ ওভারের সিরিজ হেরেই শেষ করতে হয়েছে ভারতকে। ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে World Cup 2019। প্রথম ম্যাচে Virat Kohli-র অপরাজিত ৫৯ রানের ইনিংস ভারতকে জিততে সাহায্য করেছিল। কিন্তু অবর্তমানে ভারতীয় দলকে রীতিমতো নাস্তানাবুদ হতে হল। শেষ ম্যাচে ৩৫ রানে হারতে হয়েছে ভারতকে। প্রা্ক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক Michael Clarke ধোনি সর্ম্পকে সাবধান করেছে সবাইকে। তিনি লেখেন, ‘‘এমএসডি-র অভিজ্ঞতার গুরুত্বকে অবহেলা কর না। মিডল অর্ডারে ও খুব প্রয়োজনীয়।''

ফিরোজ শা কোটলায় পঞ্চম ও শেষ ম্যাচে ভারতকে ৩৫ রানে হারিয়ে সিরিজ ৩-২-এ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।  উসমান খোয়াজার সেঞ্চুরি ও পিটার হ্যান্ডসকম্বের হাফ সেঞ্চুরির সৌজন্যে ২৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই রানে পৌঁছতে পারেনি ভারত।

এই ম্যাচের টপ স্কোরার ছিলেন রোহিত শর্মা। তিনি রে ৫৬ রান। আর কেউ দাঁড়াতে পারেননি। পর পর তিন ম্যাচে হেরে যেতে হয় ভারতকে। শেষ দুই ম্যাচে ধোনিকে না রাখা নিয়ে সমালোচনার মুখও পড়তে হয় নির্বাচকদের। 

শেষ ম্যাচে লড়াই শুরু করেও শেষ করতে পারেননি ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব।  তবে ধোনির পরিবর্তে দলে আসা ঋষভ পন্থ শেষ দুই ম্যাচে বার বার মমনে করিয়ে দিয়েছেন ধোনির অভাব। 

এই সিরিজের টপ স্কোরার উসমান খোয়াজা তিনি মোট ৩৮৩ রাআন করেন। বিরাট কোহলি করেন ৩১০ রান। যার মধ্যে রয়েছে জোড়া সেঞ্চুরি।

Comments
হাইলাইট
  • শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল এমএস ধোনিকে
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ২-৩-এ হেরে গিয়েছে ভারত
  • ধোনি প্রথম তিনটি ম্যাচ খেলেছিলেন
সম্পর্কিত খবর
সচিন, ধোনি ও দ্রাবিড়ের পুরনো ছবি পোস্ট করে ফ্যানদের মন জিতে নিল আইসিসি
সচিন, ধোনি ও দ্রাবিড়ের পুরনো ছবি পোস্ট করে ফ্যানদের মন জিতে নিল আইসিসি
এমএস ধোনিকে তাঁর দলে না রাখায় আকাশ চোপড়ার সন্তানদেরও নির্যাতিত হতে হয়েছিল
এমএস ধোনিকে তাঁর দলে না রাখায় আকাশ চোপড়ার সন্তানদেরও নির্যাতিত হতে হয়েছিল
এমএস ধোনি নিয়ে গ্রেগ চ্যাপেলের মন্তব্যের পাল্টা দিলেন হরভজন-যুবরাজ
এমএস ধোনি নিয়ে গ্রেগ চ্যাপেলের মন্তব্যের পাল্টা দিলেন হরভজন-যুবরাজ
শিখর ধাওয়ানের প্রিয় অধিনায়ক এমএস ধোনি
শিখর ধাওয়ানের প্রিয় অধিনায়ক এমএস ধোনি
কী ভাবে গ্রেগ চ্যাপেলের চ্যালেঞ্জেই ফিনিশার হয়ে উঠেছিলেন এমএস ধোনি
কী ভাবে গ্রেগ চ্যাপেলের চ্যালেঞ্জেই ফিনিশার হয়ে উঠেছিলেন এমএস ধোনি
Advertisement