Listen to the latest songs, only on JioSaavn.com
 

ধোনির অবসর নিয়ে গুঞ্জন, প্রসাদ ও সাক্ষীর পর এবার সম্ভাবনা নাকচ করল সিএসকে

Updated: 13 September 2019 15:56 IST

অভিনব এক পোস্টে ধোনির (MSD) অবসরের গুজবকে উড়িয়ে দিল সিএসকে (CSK)। এমন বুদ্ধিদীপ্ত পোস্টের জন্য নেটিজেনরা রীতিমতো প্রশংসায় ভরিয়ে দেন সিএসকে-কে।

MS Dhoni Retirement Rumours: Chennai Super Kings Shut Down Speculations With Iconic Game Of Thrones Dialogue
অভিনব এক পোস্টে ধোনির অবসরের গুজবকে উড়িয়ে দিল সিএসকে। © এএফপি

বিরাট কোহলির (Virat Kohli) একটি টুইটকে ঘিরে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় মহেন্দ্র সিংহ ধোনির (MSD) অবসর নিয়ে জল্পনা। বিরাট ২০১৬ টি২০ বিশ্বকাপের একটি ম্যাচের স্মৃতিচারণ করে জানান, ধোনি (MS Dhoni) কীভাবে তাঁকে ফিটনেস টেস্টের মতো দৌড় করিয়েছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় গুঞ্জন। শোনা যায়, সাংবাদিক সম্মেলন ডেকে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করতে চলেছেন মাহি। যদিও তারপরই প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ও ধোনির স্ত্রী সাক্ষী উড়িয়ে দিয়েছেন এমন সম্ভাবনার কথা। জানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণ গুজব। আর এবার চেন্নাই সুপার কিংস-এর অফিসিয়াল টুইটার হ্যানডলের তরফেও ধোনির অবসর নিয়ে টুইট করা হল।

অভিনব এক পোস্টে ধোনির অবসরের গুজবকে উড়িয়ে দিল সিএসকে। তাদের পোস্টে জনপ্রিয় মার্কিন ফ্যান্টাসি ড্রামা টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস'-এর এক চরিত্র আর্য স্টার্কের এক সংলাপকে কিঞ্চিৎ বদলে ব্যবহার করা হয়। ধোনির নাম কোথাও করা হয়নি। সংলাপটিতে লেখা ছিল ‘নট টুডে'। এখানে ইংরেডি ‘টি' অক্ষরটি বদলে করা হয় ‘৭'। এটি ধোনির জার্সি নম্বর।

কোহলির টুইট ঘিরে ধোনির অবসরের জল্পনা, কী জানালেন প্রধান নির্বাচক

এমন সাঙ্কেতিক পোস্ট দেখে কেউ কেউ বুঝতে না পারলেও অধিকাংশই পোস্টের অর্থ বুঝে যান। তাঁরা এমন বুদ্ধিদীপ্ত পোস্টের জন্য রীতিমতো প্রশংসায় ভরিয়ে দেন সিএসকে-কে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সাক্ষী ধোনি টুইটারে ধোনির অবসরের গুজব নিয়ে কেবল তিনটি শব্দ লেখেন। বুঝিয়ে দেন এটা নিছকই গুজব।

তার আগে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়ে দেন, ধোনির অবসরের খবর ভুয়ো। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন টেস্টের দল ঘোষণা করার সময় তিনি বলেন, ‘‘এমএস ধোনির অবসর নিয়ে কোনও আপডেট নেই। এই খবর ভুল।''

বিশ্বকাপের শেষে সাময়িক ভাবে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন মাহি। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে দলে ছিলেন না তিনি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি২০ সিরিজেও দলে নেই ধোনি।

৩৮ বছরের ধোনি ২০১৯ সালের শেষবার ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলেছিলেন।

Comments
হাইলাইট
  • ধোনির অবসরের গুজবকে অভিনব এক পোস্টে উড়িয়ে দিল সিএসকে
  • ‘গেম অফ থ্রোনস’-এর এক চরিত্রের সংলাপকে ব্যবহার করল তারা
  • সোশ্যাল মিডিয়া জুড়ে ধোনির অবসর ঘিরে জল্পনা শুরু হয় বৃহস্পতিবার
সম্পর্কিত খবর
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
Advertisement