
বিরাট কোহলির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ থেকে তিন ফর্ম্যাটেই একশো শতাংশ সাফল্য নিয়ে ফিরেছেIndian Cricket Team -কে। ভারতকে সব ফর্ম্যাটেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন। সে দ্বিপাক্ষিক সিরিজ হোক বা বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার আসর। তিনি দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষকে মাত দিয়েছেন বলে বলেই। এ বার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। তাদের ফাস্ট বোলার Kagiso Rabada উচ্ছ্বসিত বিরাট কোহলির বিরুদ্ধে খেলতে পারবেন বলে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সাদা-বলের ক্রিকেটে বিরাট কোহলি যে সেরা ব্যাটসম্যান তা তিনি প্রমান করে দিয়েছেন। এই খেলার গ্রেটদের মধ্যেই তাঁকে ধরা হয়। প্লেয়ার হিসেবে তাঁর বিরুদ্ধে খেলাটা একটা সুযোগ নিজের পরীক্ষা দেওয়ার।''
সে তিনি এনরিচ নর্তজে, জুনিয়র ডালা, বিউরান হেনরিকস বা আন্দিল ফেলুকাওয়াও হোন, সকলেরই কাছে চ্যালেঞ্জ বিরাট কোহলিকে আউট করা। সকলেই তাঁকে আউট করার স্ট্র্যাটিজি বানাতে ব্যস্ত। যা মোটেও সহজ নয়। কিন্তু কাগিসো রাবাডা দেখতে চান দলের জুনিয়ররা কী ভাবে পুরোটা সামলান।
স্টিভ স্মিথকে মানুষ সব সময় মনে রাখবে ‘প্রতারক' হিসেবেই বললেন প্রাক্তন ক্রিকেটার
তিনি বলেন, ‘‘আমার মতে, দিনের শেষে ও একজন লড়াকু আমরা নিজেদের সেরাটা দেব এবং সেটা ভয়ডরহীন ভাবে। খেলাটাকে উপভোগ করব বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে।''
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। তার পর রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকা দলে অনেকেই নতুন মুখ। রাবাডা ও অধিনায়ক কুইন্টন ডে ককই সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার।
রাবাডা বলেন, ‘‘আমি সামনের কয়েককটি বছরের দিকে তাকিয়ে রয়েছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এটা একটা জার্নি। এই দলের তাদের নিজেদের উপর বিশ্বাস আছে এবং দেখতে হবে এই ভারত সফরে সেটা কতটা কাজে লাগাতে পারি।''
ভেবেছিলাম কোহলিই সেরা, কিন্তু স্মিথের উচ্চতা আলাদা: অস্ট্রেলিয়া কোচ
তিনি আরও বলেন, ‘‘লক্ষ্য নিজেদের সেরাদের সঙ্গে তুলনায় তুলে আনা। কয়েক বছর ধরে ভারত সফলতম দেশ। আমাদের দলে বেশ কিছু পরিবর্তন করে আমাদের দলে অনেক নতুন মুখ রয়েছে। এটা তাদের জন্য চ্যালেঞ্জ যারা আগে এখানে খেলেনি। ''
রাবাডা ইতিমধ্যেই ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। তাই তাঁর অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগবে। ভারত সফররত এই দলে ফাফ দু প্লেসি, ইমরান তাহির, হাশিম আমলা, ডেল স্টেইনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা নেই।
(তথ্য পিটিআই)