Listen to the latest songs, only on JioSaavn.com
 

বিরাট কোহলির সঙ্গে স্টিভ স্মিথের তুলনায় কী বললেন Jonty Rhodes

Updated: 18 September 2019 17:24 IST

Steve Smith নির্বাসন কাটিয়ে ফিরে প্রথম টেস্ট সিরিজ অ্যাশেজেই নেমেছিলেন যেখানে ৭৭৪ রান করেন চারটি ম্যাচে, গড় ১১০.৫৭।

Steve Smith "Makes Ugliest Hundreds Ive Ever Seen": Jonty Rhodes On Comparison With Virat Kohli
Steve Smith বিরাট কোহলিকে পিছনে ফেলে এক নম্বর স্থান দখল করে নিয়েছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ে

প্রত্যাবর্তনেই দুরন্ত খেলে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। কাটিয়ে ফিরেছিলেন এক বছরের নির্বাসন। তুলনা শুরু হয়ে গিয়েছিল ভারত অধিনায়ক Virat Kohli -এর সঙ্গে। অনেকেই Steven Smith -কে এগিয়ে রাখছিলেন বিরাট কোহলির থেকে। কিন্তু উল্টো পথেই হাঁটলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা তারকা Jonty Rhodes। প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘আমি বিরাট কোহলির খেলা দেখাটা উপভোগ করি। স্টিভ স্মিথ যে অ্যাকশন আর টেকনিক নিয়ে খেলে সেঞ্চুরি করেছে সেটা আমার দেখা সব থেকে জঘন্য ১০০। একজন যে শুধু রান করে যায়। 

তিনি আরও বলেন, ‘‘যে ক্রিকেট দেখতে ভালবাসে সে ওয়াও বলতে চাইবে! ওহ বলার বদলে বলতে চাইবে, কী ভাল শট! বিরাট কোহলি যে শট নেয় সেটা কী ও পারবে এই পৃথিবীতে?''

Ashes 2019: প্রত্যাবর্তনের টেস্ট স্বর্ণাক্ষরে লেখা থাকল স্টিভ স্মিথের জন্য

এক বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্ট সিরিজ খেলার সময় বল-বিকৃতি কাণ্ডে জরিয়ে পড়েছিলেন স্টিভ স্মিথ। যার ফলে তাঁকে এক বছরের জন্য নির্বাসিত হতে হয়। নির্বাসন কাটিয়ে ফিরে প্রথম টেস্ট সিরিজ অ্যাশেজেই নেমেছিলেন তি‌নি। যেখানে ৭৭৪ রান করেন চারটি ম্যাচে। যার গড় ১১০.৫৭। স্মিথ তিনটি সেঞ্চুরি করেন তার মধ্যে একটি ডবল সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি আসে সাতটি ইনিংসে। সিরিজের শেষ ইনিংসে একমাত্র একবার ৫০-এর নিচে আউট হয়েছেন তিনি। যার ফলে অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। সিরিজ যদিও ২-২-এ ড্র হয়ে গিয়েছে। 

ICC Test Rankings: শীর্ষস্থান ধরে রাখলেন স্টিভ স্মিথ ও প্যাট কামিন্স

প্রত্যাবর্তনেই বিরাট কোহলিকে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং থেকে দ্বিতীয় স্থানে নামিয়ে শীর্ষে পৌঁছে গিয়েছেন স্টিভ স্মিথ। চার নম্বর থেকে সরাসরি এক নম্বরে জায়গা করে নিয়েছেন। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোহলি দুটো হাফ সেঞ্চুরি করেন। এর ভারত অধিনায়ক টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে। যা শুরু হবে অক্টোবর থেকে।

Comments
হাইলাইট
  • জন্টি রোডস বলেন, তিনি বিরাট কোহলির খেলা উপভোগ করেন
  • রোডসের মতে, স্মিথের টেকনিক খুব খারাপ হলেও তিনি রান করে যাচ্ছেন
  • সদ্য শেষ হওয়া অ্যাশেজে স্মিথের ব্যাট থেকে এসেছে ৭৭৪ রান
সম্পর্কিত খবর
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলির সঙ্গে নিজের জায়গা ধরে রাখল ভারতও
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলির সঙ্গে নিজের জায়গা ধরে রাখল ভারতও
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথের কাছে শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথের কাছে শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি
ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান Steve Smith
ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান Steve Smith
বিরাট কোহলির ক্যাচের প্রশংসা করায় ‘চামচা’ সম্ভাষণ! জবাব দিলেন আকাশ চোপড়া
বিরাট কোহলির ক্যাচের প্রশংসা করায় ‘চামচা’ সম্ভাষণ! জবাব দিলেন আকাশ চোপড়া
Advertisement