Jasprit Bumrah: ইতিহাস গড়া বুমরাহর কথা শুনে কেন হাসিতে ফেটে পড়লেন কোহলি?

Updated: 01 September 2019 17:36 IST

খেলাশেষে Jasprit Bumrah-র সাক্ষাৎকার নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আর হাসিতে গড়িয়ে পড়লেন।

Jasprit Bumrah Credits Skipper Virat Kohli For Hat-Trick, Kohli Bursts Into Laughter. Watch Video
খেলার পরে হাসিতে গড়িয়ে পড়লেন বিরাট কোহলি © বিসিসিআই/টুইটার

তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। জামাইকার সাবিনা পার্কে (Sabina Park) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস গড়লেন ‘বুম বুম বুমরাহ'। খেলাশেষে তাঁর সাক্ষাৎকার নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আর হাসিতে গড়িয়ে পড়লেন। ভারতীয় পেস তারকা মেনে নিলেন, বিরাট কোহলির কাছে তিনি কৃতজ্ঞ হ্যাটট্রিকের বলটি রিভিউ নেওয়ার জন্য। টুইটারে বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, বুমরাহ বলছেন, ‘‘আমি খুব একটা নিশ্চিত ছিলাম না আবেদনটির ব্যাপারে। আমার মনে হয়েছিল ব্যাটে লেগেছে। তাই আমি অতটা আবেদনও করিনি। কিন্তু শেষ পর্যন্ত দারুণ কাজে লেগেছে রিভিউটি।''

বুমরাহর হ্যাটট্রিকে নতুন দিক হল এই রিভিউটি। রিভিউয়ের পর আম্পায়ারের সিদ্ধান্তে হ্যাটট্রিক পূরণ হয় তাঁর।

টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক, তৃতীয় ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরাহ

প্রথম শিকার ডারেন ব্রাভো। বল তাঁর ব্যাটে লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো কেএল রাহুলের হাতে জমা পড়ে। এরপর শামারা ব্রুকস এলবিডবলিউ হন দ্বিতীয় বলে। তিনি রিভিউ নিলেও আম্পায়ার শেষ পর্যন্ত আউটই দেন। এরপর তৃতীয় বল। বুমরাহর ইয়র্কার আছড়ে পড়ে নতুন ব্যাটসম্যান রোস্টন চেজের প্যাডে। আম্পায়ার পল রিফেল নটআউট দেন। বিরাট রিভিউ নেন। বাকিটা ইতিহাস।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ধোনি সুযোগ পাবে ভাবিনি: Sourav Ganguly

টেলিভিশন রিপ্লে থেকে পরিষ্কার হয়ে যায় বল লেগস্টাম্পে লাগছে। ফলে সিদ্ধান্ত বদলাতে হয় মাঠের আম্পায়ারকে। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে সেলিব্রেশন শুরু করে দেন ভারতীয় খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় চার উইকেটে ১৩ রানে।

অফস্পিনার হরভজন সিংহ ও বাঁহাতি পেসার ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিকের স্বাদ পেলেন জসপ্রীত বুমরাহ।

টেস্টের ইতিহাসে এই হ্যাটট্রিক ৪৪তম। ২০১৭ সালে ইংল্যান্ডের স্পিনার মঈন আলির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা হ্যাটট্রিকের পর আবারও হ্যাটট্রিক হল।

দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে ৮৭। বুমরাহর ঝুলিতে ছ'উইকেট। ভারতের তোলা ৪১৬ রান থেকে তারা এখনও ৩২৯ রানে পিছিয়ে।

(তথ্য সহায়তা এএফপি)

Comments
হাইলাইট
  • তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিকের স্বাদ পেলেন বুমরাহ
  • বিরাট কোহলির কাছে তিনি কৃতজ্ঞ হ্যাটট্রিকের বলটি রিভিউ নেওয়ার জন্য
  • হ্যাটট্রিকের বলটি বিরাট রিভিউ নেন
সম্পর্কিত খবর
জসপ্রিত বুমরার ইনস্টাগ্রাম ছবি দেখে কার কথা মনে করল পড়ল হরভজন সিংয়ের
জসপ্রিত বুমরার ইনস্টাগ্রাম ছবি দেখে কার কথা মনে করল পড়ল হরভজন সিংয়ের
পরবর্তী বড় চ্যালেঞ্জের আগেই দলে ফিরবেন জসপ্রিত বুমরা: ভরত অরুণ
পরবর্তী বড় চ্যালেঞ্জের আগেই দলে ফিরবেন জসপ্রিত বুমরা: ভরত অরুণ
সেটব্যাটের থেকে কামব্যাক অনেক শক্তিশালী হবে বললেন, Jasprit Bumrah
সেটব্যাটের থেকে কামব্যাক অনেক শক্তিশালী হবে বললেন, Jasprit Bumrah
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা, এলেন Umesh Yadav
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা, এলেন Umesh Yadav
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিকই বুমরার শেষ নয়: Irfan Pathan
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিকই বুমরার শেষ নয়: Irfan Pathan
Advertisement