India Vs West Indies: অধিনায়ক বিরাট কোহলি, ফিরলেন ভুবনেশ্বর কুমার

Updated: 21 November 2019 20:43 IST

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ ও ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল BCCI।

Virat Kohli to lead India

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে চলেছে ভারত। সেই দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তার পর রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি খেলছেন। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের জন্য টি২০ ও একদিনের সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাস্ট বোলার মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার ফিরলেন টি২০ ও একদিনের দলে। লেগস্পিনার জুটি যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবও ফিরলেন দুই দলে। বাংলাদেশের বিরুদ্ধে চাহাল থাকলেও কুলদীপ ছিলেন না। বিশ্বকাপের পর লিমিটেড ওভারে দেখা যায়নি চানা ম্যান বোলারকে। 

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে অভিষেক হওয়া শিভম দুবেকে রাখা হয়েছে টি২০ দলে। তার সঙ্গে তাঁকে ডেকে নেওয়া হয়েছে ওডিআই স্কোয়াডে। এই প্রথম ভারতীয় ওডিআই দলে ডাক পেলেন তিনি। ১৫ জনের একদিনের দলে ফিরলেন কেদার যাদব। 

India Vs Bangladesh, Day-Night Test: নতুন অভিজ্ঞতার সামনে দুই দল

বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা ফিরলেন দুই দলেই। বাদ পড়তে হল ক্রুনাল পাণ্ড্যেকে। শ্রেয়াস আয়ার ও মণীশ পাণ্ড্যেও জায়গা করে নিলেন দুই দলেই। 

লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন। তাঁকে আবার ডেকে নেওয়া হল দলে। সঙ্গে রেখে দেওয়া হল টি২০ দলেও। 

দীপক চাহার একমাত্র ফাস্ট বোলার যিনি বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেছিলেন তাঁকে রেখে দেওয়া হল দলে। পুরুষদের ক্রিকেটে চাহার সেরা বল করেছিলেন শেষ টি২০ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নাগপুরে। যার ফলে ভারত সিরিজ ২-১-এ জিতে নেয়।

ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট, আর এক ইতিহাসের সাক্ষী হতে তৈরি ইডেন

টি২০ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, মণীশ পাণ্ড্যে, শ্রেয়াস আয়ার, শিভম দুবে, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।

একদিনের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, মণীশ পাণ্ড্যে, শ্রেয়াস আয়ার, শিভম দুবে, রবীন্দ্র জাডেজা, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।

Comments
সম্পর্কিত খবর
দেখুন তৃতীয় ওডিআই-তে
দেখুন তৃতীয় ওডিআই-তে 'সুপারম্যান' Virat Kohli-র উড়ন্ত ক্যাচ
3rd ODI, Ind Vs Aus: বড় রানের সম্ভাবনা নিয়ে বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া
3rd ODI, Ind Vs Aus: বড় রানের সম্ভাবনা নিয়ে বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া
Watch:
Watch: ''চাহাল টিভি''তে Shikhar Dhawan কীভাবে ওই লেগস্পিনারের সঙ্গে রসিকতা করলেন
2nd ODI: মধুর প্রতিশোধ, অজিদের চূর্ণ করে সিরিজে সমতা ফেরাল ভারত
2nd ODI: মধুর প্রতিশোধ, অজিদের চূর্ণ করে সিরিজে সমতা ফেরাল ভারত
Ind Vs Aus: একদিনের ক্রিকেটে ভারতের কোন দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখালেন মাইকেল ভন?
Ind Vs Aus: একদিনের ক্রিকেটে ভারতের কোন দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখালেন মাইকেল ভন?
Advertisement