India vs West Indies, 3rd ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

Updated: 13 August 2019 20:53 IST

টি২০ সিরিজে ৩-০ হোয়াইটওয়াশের পর একদিনের সিরিজেও ২-০ করতে চাইছে ভারত।

India vs West Indies, 3rd ODI: How To Watch Live Telecast And Streaming Of The Match
ত্রিনিদাদে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত © এএফপি

বিশ্বকাপের শুরুতেই প্রায় চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল ভারতের ওপেনার শিখৱ ধাওয়ানকে (Shikhar Dhawan)। তবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সিরিজের শুরু থেকেই চোট সারিয়ে দলে ফিরেছেন তিনি। কিন্তু নিজের সেই চেনা ফর্ম ফিরে পাননি এখনও। এখনও তাঁর ব্যাটে রান আসেনি। বুধবার ত্রিনিদাদে ওডিআই সিরিজের (ODI Series) শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে জয় সিরিজ নিশ্চিত করবে। টি২০ সিরিজের পর ওডিআই সিরিজ জিততেও মরিয়া ভারত। ওয়েস্ট ইন্ডিজের সামনে সিরিজ ড্র করার লক্ষ্য। যদিও এই সবকে ছাপিয়ে নজরে এখন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। চারটি ম্যাচে ইতিমধ্যেই ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। কিন্তু দুই সংখ্যার রানে পৌঁছতে পেরেছেন মাত্র একবারই। খেলেছেন তিনটি টি২০ ও একটি ওডিআই। দু'বার আউট হয়েছেন পেসার শেলডন কটরেলের বলে। 

কবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচটি হবে ১৪ অগস্ট, ২০১৯ (বুধবার)

কোথায় হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচটি হবে কুইন্স পার্ক ওভার, পোর্ট অব স্পেন, ত্রিনিদাদে।

কোন সময়ে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচটি হবে ভারতীয় সময় রাত সাতটায়।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচটি দেখা যাবে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে।

কোথায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচটি দেখা যাবে সোনিলিভ। এ ছাড়া লাইভ আপডেটের জন্য নজর রাখতে হবে sports.ndtv.com।

(সব টেলিকাস্ট ও স্ট্রেমিংয়ের তথ্য পাওয়া গিয়েছে ব্রডকাস্টার্সদের থেকে)

Comments
হাইলাইট
  • ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে ভারত
  • ধাওয়ানের ফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে
  • চার নম্বরে ঋষভ পন্থ না শ্রেয়াস আয়ার, সেটাও বড় প্রশ্ন
সম্পর্কিত খবর
India vs West Indies, 2nd T20I: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs West Indies, 2nd T20I: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
বিরাট কোহলির ইনিংস দেখে নিজের সিনেমার ডায়লগকেই বদলে ফেললেন Amitabh Bachchan
বিরাট কোহলির ইনিংস দেখে নিজের সিনেমার ডায়লগকেই বদলে ফেললেন Amitabh Bachchan
ম্যাচ উইনিং ইনিংসের পর বিরাট কোহলির ইনস্টাগ্রাম পোস্ট দেখে কী বললেন পিটারসেন
ম্যাচ উইনিং ইনিংসের পর বিরাট কোহলির ইনস্টাগ্রাম পোস্ট দেখে কী বললেন পিটারসেন
সৌভাগ্য বিরাট কোহলি ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে গেল, বললেন Lokesh Rahul
সৌভাগ্য বিরাট কোহলি ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে গেল, বললেন Lokesh Rahul
ভারতের খারাপ ফিল্ডিংয়ের সমালোচনায় Yuvraj Singh
ভারতের খারাপ ফিল্ডিংয়ের সমালোচনায় Yuvraj Singh
Advertisement