India vs West Indies, 1st T20I: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

Updated: 02 August 2019 19:55 IST

ভারতই ফেভারিট হলেও ওয়েস্ট ইন্ডিজ দলেও বহু ভাল খেলোয়াড় রয়েছেন, যাঁরা সব হিসেব উল্টে দিতে পারেন।

India vs West Indies, 1st T20I: How To Watch Live Telecast And Streaming Of The Match
বিশ্বকাপের পর আবার ২২ গজে নামছে ভারত © এএফপি

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) জন্য সময়টা খুব ভাল নয়। বিশ্বকাপের (World Cup 2019) সেমিফাইনালে হার, কোচ নির্বাচন নিয়ে শুরু হওয়া বিতর্ক এবং বিরাট-রোহিত সম্পর্কে চিড়— এই ত্রিফলায় বিদ্ধ ভারতীয় ক্রিকেট দল এবার নতুন সিরিজের সম্মুখীন। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) সঙ্গে এক মাসের সিরিজের প্রথম ম্যাচ শনিবার। টি২০ ম্যাচটি খেলা হবে ফ্লোরিডায় (Florida)। ক্যারিবিয়ান দল টি২০তে বেশ শক্ত প্রতিপক্ষ। ফলে ভারতের চ্যালেঞ্জটা খুব সহজ হবে না তা সহজেই অনুমেয়। অধিনায়ক বিরাট কোহলিও সামান্য চাপে থাকবেন। তাঁর অধিনায়কত্ব নিয়ে সামান্য কথা উঠতে শুরু করেছে। দেশ ছাড়ার আগে বিরাট জানিয়েছেন, টি২০ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে যে নতুন খেলোয়াড়রা সুযোগ পেলেন তাঁদের তিনি দেখে নিতে চান।

ভারতই ফেভারিট হলেও ওয়েস্ট ইন্ডিজ দলেও বহু ভাল খেলোয়াড় রয়েছেন, যাঁরা সব হিসেব উল্টে দিতে পারেন। কায়রন পোলার্ড, সুনীল নারিন দলে ফিরেছেন। তবে গেইল কেবল একদিনের আন্তর্জাতিক ম্যাচেই খেলবেন।

কবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচটি হবে ৩ অগস্ট, ২০১৯ (শনিবার)

কোথায় হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচটি হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে।

কোন সময়ে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচটি হবে ভারতীয় সময় রাত আটটায়।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচটি দেখা যাবে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে।

কোথায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ ম্যাচটি দেখা যাবে সোনিলিভ। এ ছাড়া লাইভ আপডেটের জন্য নজর রাখতে হবে sports.ndtv.com।

(সব টেলিকাস্ট ও স্ট্রেমিংয়ের তথ্য পাওয়া গিয়েছে ব্রডকাস্টার্সদের থেকে)

Comments
হাইলাইট
  • টি২০তে ওয়েস্ট ইন্ডিজ সব সময়ি কঠিন প্রতিপক্ষ
  • বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হয়েই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নামছেন রোহিত
  • ফিট হয়ে ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান, চারে লোকেশ রাহুল
সম্পর্কিত খবর
নবদীপের গতিতে মুগ্ধ বিরাট, ভরিয়ে দিলেন প্রশংসায়
নবদীপের গতিতে মুগ্ধ বিরাট, ভরিয়ে দিলেন প্রশংসায়
West Indies Vs India, 1st T20: চার উইকেটে জিতে শুরু ভারতের বিশ্বকাপ পরবর্তী পর্ব
West Indies Vs India, 1st T20: চার উইকেটে জিতে শুরু ভারতের বিশ্বকাপ পরবর্তী পর্ব
ওয়েস্ট ইন্ডিজ সফরই ঋষভ পন্থের কাছে বড় সুযোগ বলে মনে করেন বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজ সফরই ঋষভ পন্থের কাছে বড় সুযোগ বলে মনে করেন বিরাট কোহলি
বিশ্বকাপের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি
বিশ্বকাপের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে একই রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট-রোহিত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে একই রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট-রোহিত
Advertisement