India vs West Indies, 1st ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

Updated: 07 August 2019 21:46 IST

তিন ম্যাচের টি২০ সিরিজ ৩-০তে জিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারত।

India vs West Indies, 1st ODI: How To Watch Live Telecast And Streaming Of The Match
বৃহস্পতিবার প্রথম ওডিআই খেলতে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ © এএফপি

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি২০ সিরিজ ৩-০তে জিতেই শুরু করেছে বিশ্বকাপ পরবর্তী অধ্যায়। যা কিছুটা হলেও সেই খততে প্রলেপ দিয়েছে। তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিতে নিয়েছে বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড ব্রিগেড। তাও অনেক নতুন মুখকে সঙ্গে করে। এবার আসল পরীক্ষার সামনে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিন ম্যাচের ওডিআই সিরিজ (ODI Series) শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে গায়ানাতেই। টি২০র থেকে ওয়েস্ট ইন্ডিজের একদিনের দল অনেকবেশি শক্তিশালী। ভারতের জন্য এতটাও সহজ হবে না বলেই মনে করছেন স্বয়ং বিরাট কোহলি (VIrat Kohli)। যাঁর নেতৃত্বে ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। যেখানে চূড়ান্ত ভুগিয়েছে ভারতের মিডল অর্ডার। সেই সমস্যা এখানে মেটাতে চাইবেন বিরাট। শেষ টি২০তে বিরাট ও ঋষভ পন্থের (Rishabh Pant)ব্যাট দলকে ভরসা দিয়েছে। কিন্তু সেটা ধরে রাখতে হবে ওডিআই সিরিজেও।

কবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচটি হবে ৮ অগস্ট, ২০১৯ (বুধবার)

কোথায় হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচটি হবে গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে।

কোন সময়ে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচটি হবে ভারতীয় সময় রাত সাতটায়।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচটি দেখা যাবে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে।

কোথায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচটি দেখা যাবে সোনিলিভ। এ ছাড়া লাইভ আপডেটের জন্য নজর রাখতে হবে sports.ndtv.com।

(সব টেলিকাস্ট ও স্ট্রেমিংয়ের তথ্য পাওয়া গিয়েছে ব্রডকাস্টার্সদের থেকে)

Comments
হাইলাইট
  • ২০১৯ বিশ্বকাপের পর আবার একদিনের ম্যাচে ফিরছে ভারত
  • রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান
  • নভদীপ সাইনির ওডিআই অভিষেক হয়েছে যেতে পারে এই ম্যাচেই
সম্পর্কিত খবর
বৃষ্টিতে বার বার ম্যাচ বন্ধ হওয়ায় বিরক্ত বিরাট কোহলি
বৃষ্টিতে বার বার ম্যাচ বন্ধ হওয়ায় বিরক্ত বিরাট কোহলি
West Indies Vs India, 1st ODI: বৃষ্টিতে শেষ পর্যন্ত বাতিল প্রথম ওডিআই
West Indies Vs India, 1st ODI: বৃষ্টিতে শেষ পর্যন্ত বাতিল প্রথম ওডিআই
India vs West Indies, 1st ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs West Indies, 1st ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
West Indies Vs India, 1st ODI Preview: জিতেই বিশ্বকাপের স্মৃতি ভুলতে চায় ভারত
West Indies Vs India, 1st ODI Preview: জিতেই বিশ্বকাপের স্মৃতি ভুলতে চায় ভারত
Advertisement