
পুণেতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত (India vs South Africa 2019)। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে আধিপত্য রেখে জয় পেয়েছে কোহলি বাহিনী। এবার পুণেতে দ্বিতীয় টেস্টে জিতে তারা সিরিজ পকেটে পুরতে চায়। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম টেস্টের নায়ক রোহিত শর্মা (Rohit Sharma) শুরুতেই আউট হয়ে যাওয়ায় খানিক সমস্যায় পড়ে যায় ভারত। ২৫ রানের মাথায় উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা। তিনি ৩৫ বলে ১৪ রান করে আউট হন। এরপর জুটি বেঁধেছেন চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগরওয়াল। আপাতত ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের কাঁধে।
India vs South Africa: দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় লক্ষ্য ভারতের
দু'ইনিংসেই শতরান করেছিলেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের ঘরে স্কোর গড়েন তিনি। করেন ১২৭। টেস্ট ওপেনার হিসেবে আবির্ভাবেই চমকে দেন তিনি।
ভারত সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে। দলে একটি করে পরিবর্তন করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলে একজন বোলার বাড়াতে হনুমা বিহারীর পরিবর্তে উমেশ যাদবকে খেলানো হচ্ছে। অন্যদিকে প্রোটিয়া শিবিরে ডেন পিয়েটের পরিবর্তে দলে এসেছেন অ্যানরিচ নর্তজে। অনেকেই ভেবেছিলেন লুঙ্গি এনগিডিকে হয়তো খেলাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
বিরাট কোহলির "বিগ ফ্যান" তাঁকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুরোধ করলেন, টুইটারে প্রতিক্রিয়া
২০১৭ সালে এই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেই শেষবার ঘরের মাঠে ভরাডুবি হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। টার্নিং পিচে নাথান লিয়ন ও স্টিভ ও'কিফি স্পিন বোলিংয়ে ভারতীয় স্পিনারদের টেক্কা দিয়েছিলেন।
দল:
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।
দক্ষিণ আফ্রিকা: ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), ডিন এলগার, আইডেন মার্করাম, থিউনিস ডি ব্রুয়েন, টেম্বা বাভুমা, কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাডা, কেশব মহারাজ, ভার্নন ফিল্যান্ডার, সেনুরান মুথুসামি, অ্যানরিচ নর্তজে।