India Vs South Africa, 1st T20: বৃষ্টির সম্ভাবনা ম্যাচের আগে

Updated: 15 September 2019 13:51 IST

রবিবার ধর্মশালায় শুরু হচ্ছে India Vs South Africa তিন ম্যাচের টি২০ সিরিজ।

1st T20I: Dharamsala Weather Report
শনিবার খারাপ আবহাওয়ার জন্য ইন্ডোরে প্র্যাকটিস করেন Virat Kohli And Team © এএফপি

সে দেশ হোক বা দেশের বাইরে, সম্প্রতি বৃষ্টি পিছু ছড়ছে না Indian Cricket Team –কে। বিশ্বকাপে সব দলকেই ভুগিয়েছে বৃষ্টি। যার প্রভাব পড়েছে ম্যাচের ফলে। তার পর ভারতের ক্যারিবিয়ান সিরিজের শুরু থেকেই বৃষ্টি সমস্যায় ফেলেছে দুই দলকে। এ বার ঘরের মাঠে সিরিজ। রবিবার টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত ও South Africa Cricket Team। ম্যাচ HPCA Stadium, ধর্মশালায়। পাহাড়ি এই শহরে খেলতে সকলেই খু পছন্দ করে। বিদেশি দলগুলো যতবার এখানে খেলেছে, সৌন্দর্য্যের প্রশংসা শোনা গিয়েছে তাদের মুখে। কিন্তু পাহাড়ি বৃষ্টি এ বার ভাবাচ্ছে দুই দলকেই।

গত দু'দিন হালকা বৃষ্টি হয়েছে। শনিবার খারাপ আবহাওয়ার জন্য ইন্ডোরেই অনুশীলন করতে হয়েছে ভারতীয় দলকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হবে। যদিও সন্ধের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

India Vs South Africa,1st T20I Preview: ঘরের মাঠে লড়াই শুরু ভারতের

প্রথম টি২০০ শুরু হওয়ার কথা ভারতীয় সময় সন্ধে সাতটা থেকে। তার মধ্যে আবহাওয়া ভাল হয়ে যাওয়ার কথা। তার পর আর বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এই পরিস্থিতিতে রাতের দিকে শিশির সমস্যায় ফেলবে দুই দলকে। আর যেহেতু পিচ ম্যাচের আগে সূর্যের তাপ পাচ্ছে না, সেক্ষেত্রে যে দল টস জিতবে তারা প্রথমে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নেবে।

অধিনায়ক বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্টের সামনে এই মুহূর্তে লক্ষ্য প্রতিটি টি২০ ম্যাচ থেকে দলের সেরা কম্বিনেশন বের করে আনা। ২০২০ টি২০ বিশ্বকাপের কথা ভেবে সব দলের সামনে একই পরিকল্পনা। ওয়েস্ট ইন্ডিজকে ক্ললিন সুইপ করার পর ভারতের সামনে বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, ডেভিড মিলারের মতো ধ্বংসাত্মক প্লেয়ার।

Comments
হাইলাইট
  • ওয়েস্ট ইন্ডিজকে দাপটের সঙ্গে হারিয়ে এসেছে ভারত
  • রবিবার তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে দুই দল
  • এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকূটি
সম্পর্কিত খবর
India vs South Africa 1st T20I: বৃষ্টিতে বাতিল প্রথম ম্যাচ
India vs South Africa 1st T20I: বৃষ্টিতে বাতিল প্রথম ম্যাচ
প্রথম টি২০-র আগে কোন আলোচনায় ব্যস্ত রবি শাস্ত্রী ও শিখর ধাওয়ান
প্রথম টি২০-র আগে কোন আলোচনায় ব্যস্ত রবি শাস্ত্রী ও শিখর ধাওয়ান
India Vs South Africa, 1st T20: বৃষ্টির সম্ভাবনা ম্যাচের আগে
India Vs South Africa, 1st T20: বৃষ্টির সম্ভাবনা ম্যাচের আগে
Advertisement