Listen to the latest songs, only on JioSaavn.com
 

India Vs New Zealand: বিশ্বকাপ সেমিফাইনালের বদলার কথা এখানে ভাবছেন না কোহলি

Updated: 23 January 2020 15:12 IST

অকল্যান্ডে শুক্রবার প্রথম টি২০ খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড।

Virat Kohli Says "Cant Think Of Revenge" Against "Nice" New Zealand
Virat Kohli বলেন, নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোয় তিনি খুশি হয়েছিলেন © এএফপি

Virat Kohli বলেন, তাঁর দল কোনও বদলার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন না। ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালে এই কিউইদের কাছেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। শুক্রবার থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে ছ'সপ্তাহের ভারত সফর। টি২০ সিরিজ দিয়ে শুরু হচ্ছে এই সফর। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে দুই দল। হোম টিমকে ‘নাইস' বলে ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ভারতের সামনে কোনও বদলার লক্ষ্য নেই। বরং নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছনোয় তাঁরা খুশিই হয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারত অধিনায়ককে।

ইডেন পার্কে প্রথম টি২০ সিরিজের আগে বিরাট কোহলি বলেন, ‘‘যদি ওদের বিরুদ্ধে কেউ বদলার কথা ভেবে খেলতে নামে তাহলে খেলাটা খেলতেই পারবে না।''

২০১৯-এর জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে হেরে ছিটকে যায় ভারত। ম্যানচেস্টারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষ হয় দুই দিনে। যদিও ফাইনালে ইংল্যান্ডের কাছে নাটকীয়ভাবে হেরে যায় নিউজিল্যান্ড।

কোহলি বলেন, ‘‘সবটাই হল আসলে মাঠের মধ্যে প্রতিযোগিতায় নামা। ওরা এমন দল যারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পারফর্মেন্স ধরে রাখার নজির গড়েছে। ওরা যখন বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল তখন ওদের জন্য ভালো লেগেছিল। যখন হারের মুখে পড়তে হয় তখন বড় ছবিটা দেখতে হয়। তাই কোনও বদলার মানসিকতা নেই।''

তিনি আরও বলেন, ‘‘এত বেশি ক্রিকেট হওয়ায় এমন পরিস্থিতি হয় যে সরাসরি প্রায় স্টেডিয়ামে পৌঁছতে হয়। এমন কোন দেশে যাওয়া যেখানে ভারতের থেকে সময়ের পার্থক্য সাড়ে সাত ঘণ্টা সেখানে মানিয়ে নিতে সমস্যা হয় সঙ্গে সঙ্গে। আশা করব ভবিষ্যতে এগুলো খেয়াল রাখা হবে।''

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয়ের পরের দিনই নিউজিল্যান্ড উড়ে যেতে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়াকে ২-১-এ হারিয়ে দিয়েছে ভারত। রবিবার ফাইনাল ম্যাচ খেলেছে বেঙ্গালুরুতে। আর সোমবারই উড়ে গিয়েছে অকল্যান্ডে। মঙ্গলবার অকল্যান্ড থেকে পৌঁছনোর খবরও পোস্ট করেন বিরাট।

তবে কোহলি এও নিশ্চিত করেছেন, এত অল্প সময়ের জন্য তাঁদের ফোকাস কোনওভাবেই নষ্ট হবে না। ২০২০-র অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসতে চলেছেএ টি২০-র আসর।

কোহলি বলেন, ‘‘এটা বিশ্বকাপের বছর। এবং খুব গুরুত্বপূর্ণ টি২০ বিশ্বকাপ। যে কারণে আমাদের ফোকাস নষ্ট হলে চলবে না।''

নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শেষে রয়েছে তিনটি ওডিআই ও দু'টি ম্যাচের সিরিজ।

(তথ্য আইএএনএস)

Comments
হাইলাইট
  • বিরাট কোহলি বলেন, তাঁর দল বদলার জন্য খেলতে নামছে না
  • শুক্রবার অকল্যান্ডে ভারত তাদের ছ’সপ্তাহের সফর শুরু করছে
  • বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই ছিটকে গিয়েছিল ভারত
সম্পর্কিত খবর
লকডাউন নিয়ে ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি
লকডাউন নিয়ে ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
Advertisement