
এমএস ধোনির ঘরের মাঠে জিতেই সিরিজের দখল নিতে চেয়েছিল ভারত। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেজয় আত্মবিশ্বাসের তুঙ্গে রেখেছিল ভারতীয় ক্রিকেট দলকে। টি২০ সিরিজে হারের পর এই জয় খুবই দরকার ছিল ভারতের। তার উপর বিশ্বকাপের আগে এটাই শেষ ওডিআই সিরিজ। এখান থেকেই নির্ধারিত হয়ে যাবে বিশ্বকাপের মূল। কিন্তু তৃতীয় ম্যাচে ৩২ রানে হেরে যেতে হল ভারতকে। যার পর প্রশ্ন উঠে গেল ভারতের টপ অর্ডার নিয়ে। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ভরসা দিতে পারলেন না ভারতের দুই ওপেনার। এদিন একমাত্র খেললেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এল সেঞ্চুরি। কিন্তু বোলারদের ব্যর্থতার পর ব্যাট হাতেও আর কেউ জ্বলে উঠে তা ঢেকে দিতে পারল না। যার ফলে সিরিজে ব্যবধান কমাল অস্ট্রেলিয়া। আপাতত ফল ২-১।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের তৃতীয় দিনের সমস্ত আপডেট দেখুন এখানে:
- 21:15 (IST)Mar 08, 2019৪৮.২ ওভার: কুলদীপ আউট হতেই শেষ হয়ে গেল ভারতের জয়ের আশা। ১০ বল বাকি থাকতেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ৩১৪ রানের লক্ষ্যে নেমে ভারত থামল ২৮১ রানে। ৩২ রানে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। যার ফলে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেওয়া হল না ভারতের। বরং তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ফেরার ইঙ্গিত দিয়ে রাখল অস্ট্রেলিয়া। কাজে লাগল না বিরাট কোহলির সেঞ্চুরিও।
- 17:10 (IST)Mar 08, 2019৫০ ওভার: নির্ধারিত ওভারের শেষে অস্ট্রেলিয়া থামল ৩১৩-৫-এ। ৩১ রান করে স্তইনিস ও ২১ রান করে ক্যারি অপরাজিত থাকলেন। ভারতের হয়ে তিন উইকেট নিলেন কুলদীপ যাদব। একটি উইকেট মহম্মদ শামির। একটি রান আউট হল। দুই ওপেনারের একজন অ্যারন ফিঞ্চ ৯৩ রান করে আউট হলেন। আর এক ওপেনার উসমান কোয়াজা আউট হলে ১০৪ রান করে। এটাই তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরি। বোলারদের ব্যর্থতায় রানের পাহাড়ের সামনে ভারতীয় ব্যাটিং।
- 16:05 (IST)Mar 08, 2019৩৭ ওভার: প্রথম সেঞ্চুরিটি করে ফেললেন উসমান খোয়াজা। ভারতীয় বোলাররা এদিন পুরো ফ্লপ। জাডেজার শেষ ওভারে ১৬ রান নিল দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২৩২-১। কোথায় গিয়ে থামবে এখন সেটাই বড় প্রশ্ন ভারতের সামনে। এবং সেই রান তাড়া করতে হবে ভারতকে। ভারতীয় টপ অর্ডার দাঁড়াতে না পারলে কঠিন হয়ে যাবে ভারতের লড়াই।
- 14:41 (IST)Mar 08, 2019১৭তম ওভারে কেদার যাদবকে জোড়া ছক্কা হাঁকালেন অ্যারন ফিঞ্চ
Now Usman Khawaja passes FIFTY, from 56 balls, as the Australian opening partnership reaches 121
— cricket.com.au (@cricketcomau) March 8, 2019
LIVE: https://t.co/UAieJbMwla #INDvAUS pic.twitter.com/EOIYyATR5o
