Listen to the latest songs, only on JioSaavn.com
 

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শেষ ওয়ান ডে কখন, কোথায় দেখবেন

Updated: 17 January 2019 18:11 IST

তিন ম্যাচের ওডিআই সিরিজের ফল এখন ১-১।

India Vs Australia, 3rd ODI:  How To Watch Live Telecast And Streaming Of The Match
আরও একটি ঐতিহাসিক জয়ের লক্ষ্যে ভারত © টুইটার

শুক্রবার অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। টি২০ সিরিজ ড্র করার পর টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। গত ৭১ বছরের চেষ্টায় এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অনেকটা আত্মবিশ্বাস নিয়ে ওডিআই সিরিজে নেমে প্রথমেই ধাক্কা খাওয়া বিরাট কোহলিরা দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। দুই ক্যাপ্টেন প্রাক্তন ও বর্তমান মিলে বুঝিয়ে দিয়েছেন, লড়াইটা এখনও শেষ হয়নি। তিন ম্যাচের সিরিজ ১-১ হয়ে যাওয়ার পর শেষ ও তৃতীয় ওডিই কার্যত ফাইনালের রূপ নিয়েছে। দীর্ঘ প্রায় দু'বছর কোনও সিরিজ না জেতা অস্ট্রেলিয়ার কাচে জয়ের খিদে এখন তুঙ্গে রয়েছে। আর ভারতীয় দলের কাছে লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি এবং জয়ের ধারা ধরে রেখেই অস্ট্রে‌লিয়াকে বিদায় জানানোর।

শুক্রবারের ম্যাচ জিতে নিতে পারলে ভারত অস্ট্রেলিয়ার মাটি থেকে কোনও সিরিজ না হেরে নিউজিল্যান্ড সফরে যেতে পারবে ভারত। টি২০ সিরিজ ১-১-এ ড্র হয়েছিল। টেস্ট সিরিজ ২-১-এ জিতে নেয়। আর ওডিআই সিরিজ ১-১-এ দাড়িয়ে। হাতে মাত্র আর এক ম্যাচ।

কখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি হবে?

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি হবে ১৮ জানুয়ারি ২০১৯।

কোথায় খেলা হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের  ম্যাচটি?

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

কোন সময়ে হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি?

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি  হবে ভারতীয় সময় সকাল ০৭:৫০ মিনিট থেকে।

কোন টিভি চ্যানেল দেখাবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি?

সনি পিকচার নেটওয়ার্কে দেখা যাবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি ।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটির লাইভ স্ট্রিমিং আমি কী ভাবে দেখব?

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনিলিভ-এ (Sonyliv)। স্পোর্ট.এনডিটিভি.কম-এও পাওয়া যাবে ম্যাচের আপডেট। sports.ndtv.com.

(সব টেলিকাস্ট, স্ট্রিমিং ও সময় আয়োজক চ্যানেলের তথ্য অনুযায়ী)

Comments
হাইলাইট
  • প্রথম ওডিআই অস্ট্রেলিয়া ৩৪ রানে জিতে নিয়েছিল
  • দ্বিতীয় ওডিআই ভারত জিতে নেয় ছয় উইকেটে
  • ১৮ জানুয়ারি সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
সম্পর্কিত খবর
ভারতকে বিশ্বকাপ জেতানো যোগিন্দর শর্মাকে করোনা-লড়াইয়ে কুর্নিশ আইসিসির
ভারতকে বিশ্বকাপ জেতানো যোগিন্দর শর্মাকে করোনা-লড়াইয়ে কুর্নিশ আইসিসির
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে ৫১ কোটির অনুদান
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে ৫১ কোটির অনুদান
করোনাভাইরাসের ত্রাণ তহবিলে ৫২ লাখ টাকা দিলেন সুরেশ রায়না
করোনাভাইরাসের ত্রাণ তহবিলে ৫২ লাখ টাকা দিলেন সুরেশ রায়না
বাধ্য হয়েই বিশ্রামে ক্রিকেটাররা, স্বাগত জানালেন হেড কোচ রবি শাস্ত্রী
বাধ্য হয়েই বিশ্রামে ক্রিকেটাররা, স্বাগত জানালেন হেড কোচ রবি শাস্ত্রী
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
এমএস ধোনির টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ
Advertisement