Listen to the latest songs, only on JioSaavn.com
 

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলে পৃথ্বী শ, হার্দিক পাণ্ড্যে

Updated: 24 December 2019 19:57 IST

Prithvi Shaw জায়গা করে নিলেন ভারতীয় এ দলে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও দুটো চারদিনের ম্যাচের জন্য।

Prithvi Shaw, Hardik Pandya Named In India A Squads For New Zealand Tour
Prithvi Shaw গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফল টেস্ট অভিষেক হয়েছিল © এএফপি

Prithvi Shaw সোমবার জায়গা করে নিলেন ভারতীয় এ দলে। জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। ২০ বছরের পৃথ্বী  জায়গা করে নিলেন তিনটি ওডিআই ও দু'টি চারদিনের ম্যাচের দলে। পৃথ্বী সদ্য আট মাসের ডোপিং নির্বাসন কাটিয়ে ফিরেছেন। তার পর ডোমেস্টিক পর্যায়ে কিছু ক্রিকেট খেলেছেন। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মুম্বইয়ে বরোদার বিরুদ্ধে চোখ ধাঁধানো ডবল সেঞ্চুরিও করেছেন তিনি। নির্বাসিত থাকলেও তিনি যে তাঁর ছন্দে রয়েছে এটা তারই প্রমান। আর সে কারণেই জায়গা করে নিলেন ভারতীয় দলে।   

যদিও ভারতীয় টেস্ট দলের ওপেনিংকে ভরসা দিচ্ছেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। প্রথম দলে এই মুহূর্তে জায়গা করে নেওয়াটা পৃথ্বী শ-এর জন্য কঠিন। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে ভারতীয় সিনিয়র দলের নিউজিল্যান্ড সফরে রিজার্ভ ওপেনার হিসেবে দেখা যেতে পারে পৃথ্বী শকে।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ফিরলেন Jasprit Bumrah

নিউজিল্যান্ড সফরের ন্য ভারতীয় এ দল বেছে নেওয়ার পর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলেন, তাঁরা পৃথ্বী শকে যতটা সম্ভব খেলার সময় দিতে চান। গত বছর রাজকোটে সেঞ্চুরি হাকিয়ে অভিষেক ম্যাচ স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন শ। 

নিউজিল্যান্ডে প্রথম-শ্রেনীর ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হনুমা বিহারি এবং ৫০ ওভারের দলকে নেতৃত্ব দেবেন শুবমান গিল।

রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, উমেশ যাদব ও ইশান্ত শর্মাকেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের আগে যথেষ্ট খেলার সুযোগ দেওয়া হবে। ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরু। দ্বিতীয় টেস্ট ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।

ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন Harbhajan Singh

প্রসাদ জানান, ‘‘আমরা যে পদ্ধতি তৈরি করেছি তাতে অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মায়াঙ্ক আগরওয়াল দ্বিতীয় ম্যাচটি খেলবেন এ দলের হয়ে।'' 

তবে হার্দিক পাণ্ড্যের ক্ষেত্রে তিনি জানিয়েছেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে তাঁকে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

India A দল দুটো ট্যুর ম্যাচ ও তিনটি ওডিআই: পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সঞ্চু স্যামসন, ঈশান কিষান, হার্দিক পাণ্ড্যে, ক্রুনাল পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, রাহুল চাহার, সন্দীপ ওরিয়র, ঈশান পোড়েল, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ।

India A দল প্রথম চার দিনের ম্যাচ: পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, অভিমন্যু ঈশ্‌বরণ, শুবমান গিল, হনুমা বিহারি (অধিনায়ক), কেএস ভারত, শিভম দুবে, শাহবাজ নাদিম, রাহুল চাহার, সন্দীপ ওরিয়র, আভেষ খান, মহম্মদ সিরাজ, ঈশান পোড়েল, ঈশান কিষান।

India A দল দ্বিতীয় চার দিনের ম্যাচ: পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, হনুমা বিহারি (অধিনায়ক), কেএস ভারত, শিভম দুবে, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, রাহুল চাহার, সন্দীপ ওরিয়র, আভেষ খান, মহম্মদ সিরাজ, ঈশান পোড়েল।

Comments
হাইলাইট
  • পৃথ্বী শ ফিরলেন ভারতীয় এ দলে নিউজিল্যান্ড সফরে
  • সেখানে সব দলেই রাখা হয়েছে তাঁকে
  • ৫০ ওভারের দলে হাদিক পাণ্ড্যেকে রাখা হয়েছে
সম্পর্কিত খবর
অনুশীলন করলেন না পৃথ্বী শ, টেস্ট অভিষেক হতে পারে শুবমান গিলের
অনুশীলন করলেন না পৃথ্বী শ, টেস্ট অভিষেক হতে পারে শুবমান গিলের
১০ উইকেটে হেরে টসকেই দায়ী করছেন বিরাট কোহলি
১০ উইকেটে হেরে টসকেই দায়ী করছেন বিরাট কোহলি
প্রথম টেস্ট, প্রিভিউ: ওডিআই হার থেকে ঘুরে দাঁড়াতে টেস্ট সিরিজই লক্ষ্য ভারতের
প্রথম টেস্ট, প্রিভিউ: ওডিআই হার থেকে ঘুরে দাঁড়াতে টেস্ট সিরিজই লক্ষ্য ভারতের
প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা, ইঙ্গিত বিরাট কোহলির
প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা, ইঙ্গিত বিরাট কোহলির
IND vs NZ: অদ্ভুত মুখের ছবি টুইট করলেন বিরাট কোহলি, কী বললেন ফ্যানরা
IND vs NZ: অদ্ভুত মুখের ছবি টুইট করলেন বিরাট কোহলি, কী বললেন ফ্যানরা
Advertisement