
দারুণ ছন্দে ছিল ভারতীয় ‘এ' (India A) দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সিনিয়র দল নির্বাচেনর আগের দিনই হারের মুখ দেখতে হল ভারতীয় ‘এ' (India A) দলকে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ (West Indies A) সফরেই রয়েছে ভারত। মনে করা হচ্ছিল এই দল থেকে বেশ কয়েকজন ঢুকে পড়তে পারেন সিনিয়র দলে। অ্যান্টিগায় এই ম্যাচ পাঁচ রানে হেরে গেল ভারত। টস জিতে এ দিন বল করারই সিদ্ধান্ত নিয়েছিল ভারত এ দল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ এ থামে ২৯৮-৯-এ। কিন্তু সেই লক্ষ্যের কাছে গিয়েও ফিরতে হয় ভারতকে। ৫০ ওভারে ২৮৩-৯-এ শেষ হয়ে যায় ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে সুনীল অ্যামব্রিট ৪৬ রান করে শুরুটা ভালই করে দিয়েছিলেন। আর এক ওপেনার কর্ন ওটলে ১ রান করে আউট হয়ে গেলে তিন নম্বরে নামা ডেভন থমাসকে (৭০) সঙ্গে নিয়ে ভিতটা তৈরি করেই দিয়েছিলেন অ্যামব্রিস। এই দু'জন প্যাভেলিয়নে ফিরতে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের হাল ধরেন আরও দু'জন।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে ২১ জুলাই
রোস্টোন চেস ১০০ বলে ৮৪ ও জোনাথন কার্টার ৪৩ বলে ৫০ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান ইনিংসকে বড় রানে নিয়ে যান। এর পর আর কেউ ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি। ভারতের হয়ে চারটি উইকেট নেন খলিল আহমেদ। তিনটি উইকেট নেন আভেশ খান। একটি করে উইকেট নেন ক্রুনাল পাণ্ড্যে ও ওয়াশিংটন সুন্দর।
জবাবে ব্যাট করতে নেমে বড় রানের লক্ষ্যে শুরুটা ভাল করতে পারেনি ভারত। তবে সকলেই ভারসাম্য রেখে ব্যাট করে যান। রুতুরাজ গায়কোয়াড় ২০, আনমোলপ্রীত সিং ১১, হনুমা বিহারী ২০, ক্রুনাল পাণ্ড্যে ৪৫, মণীশ পাণ্ড্যে ২৪, ইশান কিষান ১৪, ওয়াশিংটন সুন্দর ৪৫, খলিল আহমেদ ১৫ রান করেন। ৮১ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।
ভারতীয় দলে জায়গা ফিরে পেতে রান করাতেই মন দিচ্ছেন মণীশ পাণ্ড্যে
হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত ভারত। কিন্তু অল্পের জন্য লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু'টি করে উইকেট নেন কেমো পল ও রভমান পাওয়েল। একটি করে উইকেট খেরি পিয়ের, রোস্টন চেস ও রেমন রেইফার।