
যে আউট ঘিরে ক্রিকেট বিশ্বে তুঙ্গে উঠেছে বিতর্ক সে IPL-এ প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে কিন্তু অতীতেও এমন ঘটনা ঘটেছে। এই Ravichandran Ashwin-ই আন্তর্জাতিক ক্রিকেটে এই একই ঘটনা ঘটিয়েছিলেন। সেটা ২০১২ সাল। অস্ট্রেলিয়ায় Commonwealth Bank Series-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ চলছিল। বল করছিলেন অশ্বিন। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কার Lahiru Thirimanne। ৪০ ওভার চলছি। Ravichandran Ashwin বল করতে এসে দেখেন লাইনের বাইরে দাড়িয়ে থিরামানে। তিনি এই একই ভাবে বল না করে নন-স্ট্রাইকার এন্ডের উইকেটে বল ছুয়ে বেল ফেলে দেন। এর পর কেউ কোনও আবেদন জানাননি। আম্পায়াররা ভারতের তরফে আবেদনের জন্য প্রস্তুত ছিলেন। তাঁরা অধিনায়ক বীরেন্দ্র সেহবাগের কাছে জানতে চান ভারতীয় দল আউটের আবেদন জানাতে চায় কিনা।
Following the uproar over Ravi Ashwin's IPL 'Mankad', here's a look back at an incident from a 2012 ODI against Sri Lanka at the Gabba pic.twitter.com/IRR528s0ha
— cricket.com.au (@cricketcomau) March 27, 2019
কিন্তু সেহবাগ আবেদন তুলে নেন। তাঁর মত ছিল, এটা খেলার স্পিরিটের বিরুদ্ধে। বাটলারের আউট নিয়েও প্রবল সমালোচনা চলছে। অশ্বিন নিজের স্বপক্ষে বলেছেন, তিনি স্বাভাবিক ছন্দেই এটা করেছেন।
তিনি বলেন, ‘‘আমি দৌড় শুরুই করিনি তার আগেই ও ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছে। কয়েনের একটা দিক রয়েছে এখানে। কিন্তু অবশ্যই সেটা একটা খেলা ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ছিল। যা নিয়ে ব্যাটসম্যানদের সতর্ক থাকা উচিৎ।''
তবে এমসিসি এই আউটের পক্ষেই মত দিয়েছে। যদিও প্রাক্তনরা অশ্বিনের সমালোচনায় মুখর হয়েছেন।