Listen to the latest songs, only on JioSaavn.com
 

ICC T20I Rankings: কুড়ির লড়াইয়ে বিরাটের থেকে এগিয়ে কেএল রাহুল, নবমে কোহলি

Updated: 11 January 2020 16:26 IST

T20I Rankings: ২৬ পয়েন্ট পেয়ে ভারতীয়দের মধ্যে শীর্ষ স্থানে এবং বিশ্ব তালিকায় ৬ষ্ঠ স্থানে কেএল রাহুল, দ্রুত এগিয়ে আসছেন বিরাট, এক ধাপ এগোলেন তিনি

ICC T20I Rankings: Virat Kohli Gains One Place, KL Rahul Remains In 6th
টি-টোয়েন্টি ষষ্ঠ স্থানে KL Rahul, নবম স্থানে Virat Kohli © AFP

আইসিসির টি টোয়েন্টি তালিকায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছেন কেএল রাহুল, এমনকি বিরাট কোহলিকেও (Virat Kohli) পিছনে ফেলে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য ২-০ তে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। সামগ্রিকভাবে ভাল পারফর্ম করেছেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসির তালিকায় (T20I Rankings) ৬ষ্ঠ স্থানে রয়েছেন রাহুল আর নবম স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওই তালিকায় স্থান পেয়েছেন অপর ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানও, পঞ্চদশ স্থানে রয়েছেন তিনি। টি টোয়েন্টিতে সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। কেএল রাহুল (KL Rahul) আরও ২৬ পয়েন্ট বেশি পেলেও যদিও তালিকায় তাঁর আগের অবস্থান থেকে এগোতে পারেননি তিনি, ৬ নম্বরেই রয়ে গেছেন তিনি, তবে তাঁর মোট পয়েন্ট বেড়ে হয়েছে ৭৬০। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ ও ৫৪ রানের দুটি ঝকঝকে ইনিংস খেলেন কেএল রাহুল। তবে কুড়ির লড়াইয়ে কেএল রাহুলের পিছনে থাকলেও একদিন ও টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট। 

India vs Sri Lanka, 3rd T20I Live Score: পুণেতে ৭৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

এদিকে বছরের শুরুতেই নিজেদের বেশ কিছুটা ভাল অবস্থানে এনেছেন ভারতীয় বোলাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 'প্লেয়ার অফ দ্য সিরিজ' হওয়া নবদীপ সায়নী ক্রম তালিকায় ৯৮ তম স্থানে রয়েছেন তিনি। এদিকে শার্দূল ঠাকুর ওই তালিকায় ৯২ তম স্থানে অবস্থান করছেন। ওই দুই বোলারই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করেন। টি টোয়েন্টির বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ওদিকে ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ আটটি ধাপ এগিয়ে তালিকায় ৩৯ তম স্থানে পৌঁছেছেন।

কোহলি-শাস্ত্রীর মত মেনে চার দিনের টেস্টে নারাজ বিসিসিআই

ওদিকে দলীয় র‌্যাঙ্কিংয়ে ভারত ২ পয়েন্ট বেশি পেলেও তবে ২৬০ পয়েন্ট নিয়ে তালিকায় সেই পঞ্চম স্থানেই রয়েছে। পাশাপাশি সদ্য ভারতের কাছে হেরে যাওয়ায় শ্রীলঙ্কা ২ পয়েন্ট হারিয়ে বর্তমানে ২৩৬ পয়েন্ট পেয়েছে, একই পয়েন্ট রয়েছে আফগানিস্তানের কাছেও।

এরপর ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে অংশ নেবে। আর তারপরেই নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

Comments
হাইলাইট
  • টি টোয়েন্টিতে সেরা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ স্থানে কেএল রাহুল
  • কেএল রাহুল ছাড়াও তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানও
  • নবম স্থানে রয়েছেন বিরাট কোহলি এবং পঞ্চদশ স্থানে শিখর ধাওয়ান
সম্পর্কিত খবর
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
কোয়ারেন্টাইনে বিরাট কোহলির হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় অনুষ্কা শর্মা
কোয়ারেন্টাইনে বিরাট কোহলির হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় অনুষ্কা শর্মা
Advertisement