
ইংল্যান্ডে আয়োজিত ICC Cricket World Cup 2019-এর ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করে দিল ICC। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই তালিকায় রয়েছেন ১৬ জন আম্পায়ার এবং ছয় জন ম্যাচ রেফারি। যাঁরা ৪৮টি ম্যাচ পরিচালনা করবেন। ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথম ম্যাচে লন্ডনের ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
২২ জন ম্যাচ অফিশিয়ালস পুরো বিশ্বকাপের দায়িত্বে থাকবেন। তাঁদের মধ্যে তিনজন কুমার ধর্মসেনা পল রিফেল ও ডেভিড বুনের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। ধর্মসেনা শ্রীলঙ্কার হয়ে ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতেছিলেন। অস্ট্রেলিয়ার রিফেল এই ইংল্যান্ডেই ১৯৯৯-তে বিশ্বকাপ জয়া দলের সদস্য ছিলেন। এবং ডেভিড বুন ১৯৮৭ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
ICC Cricket World Cup 2019: বিশ্বকাপে সৌরভের সেরা চার দলকে জেনে নিন
এর মধ্যে ইয়ান গোল্ডের এটাই শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পরই তিনি অবসর ঘোষণা করে দেবেন। ৬১ বছরের আম্পায়ার ১৯৮৩-র বিশ্বকাপে ইংল্যান্ড দলের উইকেট কিপার ছিলেন। তিনি ৭৪টি টেস্ট, ১৩৫টি ওডিআই এবং ৩৭টি টি২০তে আম্পায়ারিং করেছেন।
ICC Cricket World Cup 2019: পাকিস্তান দলে জায়গা হল না মহম্মদ আমিরের
আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমুস, ক্রিস গাফানে, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রিফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা পালিয়াগুরুজ, পল উইলসন।
ম্যাচ রেফারি: ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রো, রঞ্জন মাদুগলে, রিচি রিচার্ডসন।