Listen to the latest songs, only on JioSaavn.com
 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট চলার মধ্যেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

Updated: 13 December 2019 16:40 IST

Australia vs New Zealand: টেস্ট চলার মাঝেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ডের বোলিং।

Australia vs New Zealand: Visitors Suffer Huge Setback In Ongoing 1st Test
প্রথম টেস্টে খেলতে পারছেন না Lockie Ferguson © এএফপি

মার্নাস লাবুশাঙ্গের টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরির অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দিয়েছে প্রথম দিনই। বৃহস্পতিবার পার্থে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুরুটা বালি করে দিয়েছিল অস্ট্রেলিয়া। পরের দিকে নিউজিল্যান্ড বোলাররা কিছুটা পরের দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। স্টিভ স্মিথকে ৪৩ ও ম্যাথু ওয়েডকে ১২ রানে ফিরিয়ে দেন তাঁরা। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে নিউজিল্যান্ড বড় ধাক্কা খেল। ফাস্ট বোলার Lockie Ferguson -এর এই ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছিল দলের হয়ে। ডান পায়ের কাফ মাসলে চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। 

নিউজিল্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ বোলার তিনি। সাদা বলে তিনি দলের বড় ভরসা। ৫০ ওভারের বিশ্বকাপে এই বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল তাঁরি দখলে। ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু টেস্ট সুযোগটা প্রথম ম্যাচে কাজে লাগাতে পারলেন না তিনি। প্রথম দিন তিনি মাত্র ১১ ওভারই বল করেছে‌ন।

যদিও ক্যাচ না পড়লে টেস্ট ক্রিকেটের প্রথম উইকেট প্রথম দিনই তিনি তুলে নিতে পারতেন তাও আবার স্টিভ স্মিথের মতো ব্যাটসমনকে। কিন্তু ১৯ রানে তাঁর বলে স্টিভ স্মিথের ক্যাচ ফেলে দেন স্লিপে। তার পরই কাফ মাসলে চোট নিয়ে তিনি মাঠ ছাড়েন। 

শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেটের টুইটার হ্যান্ডলে লকি ফার্গুসনের চোটের জন্য এই ম্যাচে আর খেলতে না পারার কথা জানিয়ে দেওয়া হয়। 

সেই টুইটে লেখা হয়, ‘‘এমআরআই স্ক্যানে দেখা গিয়েছে ডান কাফ মাসল-টেন্টনে চোট রয়েছে লকি ফার্গুসনের।  যে কারণে প্রথম টেস্ট ও আর বল করতে নামতে পারবে না। তবে ও ব্যাট করতে পারবে। পরবর্তী রিপোর্টের অপেক্ষায় রয়েছি তার পরই ওর সুস্থ হওয়ার জন্য যা করতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।''

সতীর্থর চোট নিয়ে প্রথম দিনের খেলা শেষে নীল ওয়াগনার বলেছিলেন, ‘‘এটা এমনটা ওকটা বিষয়, যেটা হৃদয় ভেঙে দেয়। আমি জানি ও নিজেও ভেঙে পড়েছে। আমরা সবাই অবশ্যই ওর পিছনে রয়েছি।ও একজন কোয়ালিটি প্লেয়ার। ওকে আরও অনেক বল করতে দেখতে চাই। দেখা যাক ও কতটা কী করতে পারে।''

প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ২৪৮-৪-এ থেমেছিল।

লাবুশাঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম দিন বাজিমাত করেছিলেন। এবং তিনি ১১০ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে ২০ রান করে রয়েছেন ত্রাভিস হেড। 

Comments
হাইলাইট
  • চলতি টেস্ট সিরিজে চোটের জন্য কিছুটা চাপে লিউজিল্যান্ড
  • প্রথম টেস্টের প্রথম দিনই লকি ফার্গুসন চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন
  • ডান পায়ের কাফ মাসলে চোট রয়েছে তাঁর
সম্পর্কিত খবর
করোনাভাইরাস আতঙ্কে আইসোলেশনে নিউজিল্যান্ড ক্রিকেটার লকি ফার্গুসন
করোনাভাইরাস আতঙ্কে আইসোলেশনে নিউজিল্যান্ড ক্রিকেটার লকি ফার্গুসন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট চলার মধ্যেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট চলার মধ্যেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড
Preview: ইংল্যান্ড না নিউজিল্যান্ড, রবিবার কাপ জিতে ইতিহাস গড়বে কে?
Preview: ইংল্যান্ড না নিউজিল্যান্ড, রবিবার কাপ জিতে ইতিহাস গড়বে কে?
World Cup Semi-Final: ফার্গুসনের সঙ্গে লড়াইয়ে কি জিততে পারবেন কোহলি?
World Cup Semi-Final: ফার্গুসনের সঙ্গে লড়াইয়ে কি জিততে পারবেন কোহলি?
Advertisement