Listen to the latest songs, only on JioSaavn.com
 

ভক্তের সঙ্গে মজার ছলে ধোনি, দেখুন ভিডিও

Updated: 06 March 2019 16:04 IST

অস্ট্রেলিয়া ব্যাট করতে নামবে। ভারতীয় দল নেমে পড়েছে মাঠে। তার পিছন পিছনই মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। ধোনির পিছন পিছন দৌঁড়ে স্টাম্প পর্যন্তও চলে গেলেন। ধোনি দাঁড়ানোর পর তাঁকে হাগ করে ফিরলেন। যদিও ধোনিকে কখনও এই সবে বিরক্ত হতে দেখেনি কেউ।

How MS Dhoni Deal With The Fans Who Certainly Entered In To The Pitch, Watch Video
ভক্তদের সঙ্গে বরাবরই মজার ছলে কাটিয়েছেন মাহি। © Twitter

এমনটা নতুন কিছু নয়। তাঁর জন্য এর আগে বহুবার মাঠের মধ্যে ঢুকে পড়েছেন সমর্থক। সেটা কখনও আন্তর্জাতিক ম্যাচ তো কখনও ডোমেস্টিক। কেউ তো ঢুকে তাঁকে প্রনাম ঠুকেই আবার বেরিয়ে গিয়েছেন। এই বিষয়ে রীতিমতো অভ্যস্ত ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরেও এমনই ঘটনার সম্মুখিন হতে হল তাঁকে। তখন সবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামবে। ভারতীয় দল নেমে পড়েছে মাঠে। তার পিছন পিছনই মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। ধোনির পিছন পিছন দৌঁড়ে স্টাম্প পর্যন্তও চলে গেলেন। ধোনি দাঁড়ানোর পর তাঁকে হাগ করে ফিরলেন। যদিও ধোনিকে কখনও এই সবে বিরক্ত হতে দেখেনি কেউ।

সঙ্গে সঙ্গেই এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ধোনির প্রতিক্রিয়ায় মুগ্ধ তাঁর ফ্যানরা।

পুরো ঘটনাটি এখানে দেখুন:

এত বছর ধরে প্রচুর ফ্যানদের নিয়েই চলতে হয় ধোনিকে। তার মধ্যে এরকম যাঁরা মাঠের মধ্যে ঢুকে পড়ে আবেগের বশে তাঁরাও রয়েছেন।

একজন ফ্যান টুইটে লেখেন, ‘‘ফ্যান মাঠের মধ্যে ঢুকে পড়ার পর দৌড়তে শুরু করেন এমএস ধোনি, লাকি ফ্যান।''

আর একজন টুইটে লেখেন, ‘‘দ্বিতীয় ইনিংস শুরুর আগে অসাধারণ দৃশ্য দেখা গেল যেখানে এমএস ধোনিকে তাড়া করছেন মাঠে ঢুকে পড়া ফ্যান। সকলেই বিষয়টির মজা নিয়েছেন তার পরই সেই ফ্যান বিরাট কোহলির কাছে চলে যান। বিরাট খুব স্বাভাবিকই ছিলেন।''

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হায়দ্রাবাদে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচও নাগপুরে আট রানে জিতে নেয় ভারত।

টস জিতে মঙ্গলবার প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাট করে ২৫৫ রান তোলে ভারত। বিরাট কোহলি সেঞ্চুরি করেন। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে বিজয় শঙ্কর দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দেন।

Comments
হাইলাইট
  • মাঠে নেমে পড়া সমর্থককে দৌঁড় করালেন এমএস ধোনি
  • সমর্থকদের সঙ্গে ধোনি সব সময়ই খুব ভাল
  • এর আগেই ধোনিকে প্রনাম করতে নেমে পড়তে দেখা গিয়েছে সমর্থককে
সম্পর্কিত খবর
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
Advertisement